কক্সবাজারের উখিয়ায় ভুয়া সেনাবাহিনীর সদস্য পরিচয় দেওয়ার অভিযোগে এক রোহিঙ্গা যুবককে আটক করেছে সেনাবাহিনী। আটক যুবক ক্যাম্প-২ ওয়েস্ট, সাব-ব্লক বি ৫-এর বাসিন্দা আবু আলমের ছেলে ইয়াইয়া খানের ছেলে।
বুধবার (২৫ জুন) বিকেলে উপজেলার ২ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ডি-৫ ব্লক থেকে তাকে আটক করা হয়। পরে তাকে উখিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
সূত্রে জানা যায়, ইয়াইয়া খান সেনাবাহিনীর পরিচয় দিয়ে বিভিন্ন স্থানে ঘোরাফেরা করছিল এবং নিজেকে সামরিক বাহিনীর সদস্য হিসেবে পরিচয় দিচ্ছিল। তার আচরণ এবং কথাবার্তায় সে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করছিল। বিষয়টি সেনাবাহিনীর নজরে আসলে টহল দল তাকে জিজ্ঞাসাবাদ করে। যাচাই-বাছাইয়ের পর নিশ্চিত হওয়া যায়, সে কোনো সরকারি বাহিনীর সদস্য নয়। পরে তাকে আটক করে উখিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফ হোসেন জানান, তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়া সে পূর্বেও কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিল কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।
পূর্বকোণ/পিআর