চট্টগ্রাম রবিবার, ২০ জুলাই, ২০২৫

সর্বশেষ:

উখিয়া সীমান্তে ১০ হাজার ইয়াবাসহ পাচারকারী আটক 

উখিয়া সীমান্তে ১০ হাজার ইয়াবাসহ পাচারকারী আটক 

টেকনাফ সংবাদদাতা 

২৬ জুন, ২০২৫ | ১২:৫৩ অপরাহ্ণ

কক্সবাজারের উখিয়ার বালুখালী সীমান্তে অভিযান চালিয়ে ১০ হাজার পিস ইয়াবাসহ মো. আকবর (৬৫) নামে এক মাদক পাচারকারীকে আটক করেছে বিজিবি। বৃহস্পতিবার (২৬ জুন) ভোররাতে তাদের আটক করা হয়।

‎উখিয়া ৬৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ জসিম উদ্দিন (পিএসসি) জানান, আজ ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি দল সীমান্তের কাটাপাহাড় নামে একটি জায়গায় অবস্থান নেয়। এসময় সীমান্ত দিয়ে বাংলাদেশের ভেতরে এক ব্যক্তিকে আসতে দেখে বিজিবি তাকে চ্যালেঞ্জ করে। বিজিবির উপস্থিতি টের পেয়ে পালাতে গেলে ধাওয়া দিয়ে তাকে আটক করা হয়। এসময় তার হাতে থাকা একটি পোটলা তল্লাশি করে ১০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। আটক আসামি ও ইয়বাগুলো টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট