বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের জারুলিয়াছড়ি সীমান্ত ঘেঁষে মিয়ানমারের পুঁতে রাখা স্থল মাইন বিস্ফোরণে এক বাংলাদেশি গুরুতর আহত হয়েছেন । বুধবার (২৫ জুন) সকাল ১০টায় নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের জারুলিয়াছড়ি বিওপি ৪৬-৪৭ সীমান্ত পিলার এলাকায় এই ঘটনা ঘটে।
আহত যুবকের নাম, ওমর মিয়া(২৫)। তিনি রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের মৌলভীকাটা গ্রামের সাবের মিয়ার ছেলে।
জানা যায়, ওমর মিয়াকে স্থানীয় লোকজন উদ্ধার করে চিকিৎসার উদ্দেশ্যে নাইক্ষ্যংছড়ি সদর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। গুরুতর আহত হওয়ায় পরে কক্সবাজার সদর হাসপাতালে উন্নত চিকিৎসার পরামর্শ দেন নাইক্ষ্যংছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক।
স্থানীয় সূত্রে জানাযায়, বুধবার সদর ইউনিয়নের ১১ বিজিবি অধিনস্থ জারুলিয়াছড়ি বিওপি এলাকার ৪৬-৪৭ পিলারে মিয়ানমার অভ্যান্তরে অংথ্রাবে ক্যাম্পের দায়িত্বপূর্ণ এলাকায় বিদ্রোহী আরকান আর্মির (এএ) পুঁতে রাখা স্থল মাইন বিস্ফোরণে এক চোরাকারবারী পায়ে গুরুতর আঘাত পায়বে গুরুতর আহত ব্যক্তি বাংলাদেশি নাগরিক বলে জানান স্থানীয়রা ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী ও নাইক্ষ্যংছড়ি থানা ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ মাসরুরুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে এই প্রতিবেদককে জানান, বিষয়টি স্থানীয় লোকজন থেকে শুনেছি। চোরাই পণ্য আনতে গিয়ে মিয়ানমার অভ্যান্তরে আরকান আর্মির পুঁতে রাখা স্থল মাইন বিস্ফোরণে রামু থানার বাসিন্দা ওমর মিয়া নামে এক বাংলাদেশি যুবকের পায়ের গোড়ালি বিচ্ছিন্ন হয়ে গেছে বলে স্থানীয় সূত্রে জানাযায়। তবে সীমান্তরক্ষী বাহিনী (বিজিবি) পক্ষ থেকে এ ব্যাপারে কোনো কিছু জানা যায়নি।
পূর্বকোণ/ শামীম/আরআর/পারভেজ