কক্সবাজারের চকরিয়ায় পুকুর থেকে মোহাম্মদ লাদেন (২৮) নামে এক মানসিক প্রতিবন্ধী যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। মোহাম্মদ লাদেন ঢেমুশিয়া ইউনিয়নের ছয়কুড়িটিক্কা এলাকার এজাহারুল ইসলামের ছেলে।
বুধবার (২৫ জুন) সকাল ৭টার দিকে উপজেলার বদরখালী ইউনিয়নের বাজার সংলগ্ন এলাকার আদম দিঘি নামে পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়।
স্থানীয় লোকজন জানান, মানসিক প্রতিবন্ধী মোহাম্মদ লাদেন বদরখালী বাজার এলাকায় ভিক্ষা করে বাজারেই থেকে যেত। বুধবার সকালে স্থানীয় লোকজন লাদেনের লাশ পুকুরে ভাসতে দেখে থানা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। দিঘিতে কীভাবে তার লাশ পাওয়া গেছে, সেটা তারা বলতে পারছেন না।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, পরিবারের লোকজনের সাথে কথা বলে তার লাশ হস্তান্তর করা হয়েছে।
পূর্বকোণ/পিআর/এএইচ