চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় অজ্ঞাতনামা এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা। বুধবার (২৫ জুন) সকালে উপজেলার বারশত ইউনিয়নের মোহছেন আউলিয়া সড়কের কালিবাড়ি এলাকার সড়কের পাশে মরদেহটি দেখতে পান স্থানীয়রা।
স্থানীয়রা জানান, মানসিক ভারসাম্যহীন মহিলাটি এলাকায় ঘুরাঘুরি করতো। আজ সকালে রাস্তার পাশে তার মরদেহ পাওয়া যায়। তবে শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায় নি।
এ বিষয়ে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.মনির হোসেন বলেন, বয়সের কারণে কিংবা অসুস্থতার কারণে ভারসাম্যহীন মহিলাটি মারা গেছেন বলে জানিয়েছেন স্থানীয়রা। পরবর্তীতে স্থানীয়রা তার দাফন-কাফনের ব্যবস্থা করেন।
পূর্বকোণ/পিআর/এএইচ