রাঙামাটিতে সেনাবাহিনীর সঙ্গে ইউপিডিএফ প্রসীত গ্রুপের সশস্ত্র সদস্যদের মধ্যে গোলাগুলির খবর পাওয়া গেছে। মঙ্গলবার (২৪ জুন) জেলার কাউখালি উপজেলার ঘাগড়া ইউনিয়নের জীবতলি মোনপাড়া এলাকায় এ ঘটনা হয়।
এ সময় মো. তরিকুজ্জামান খান নামের একজন সেনা সদস্য গুলিবিদ্ধ হন। পরে অভিযান চালিয়ে ইউপিডিএফের তিন সদস্যকে আটক করে সেনাবাহিনী।
এক বিবৃতে এ অভিযানের তথ্য নিশ্চিত করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। তবে বন্দুক যুদ্ধ বা সেনা সদস্য আহতের বিষয়টি নিশ্চিত করা হয়নি।
রাঙামাটি সদর জোনের সেনা সূত্র জানায়, মঙ্গলবার ভোরে ৬০ ইবি. এর ক্যাপ্টেন আসিফ হাসান শোভনের নেতৃত্বে একটি টহল দল ফুরোমোন বেল্টের জীবতলি মোনপাড়া এলাকায় অভিযানে যায়। তাদের উপস্থিতি টের পেয়ে সেনাবাহিনীকে লক্ষ্য করে গুলি ছোড়ে ইউপিডিএফের প্রসীত গ্রুপের সশস্ত্র সদস্যরা। এ সময় পাল্টা গুলি ছোড়ে সেনা সদস্যরা।
সূত্র জানায়, এতে উভয় পক্ষের মধ্যে প্রায় ৩ হাজার ৫০০ রাউন্ড গুলি বিনিময় হয়।
গোলাগুলিতে আহত সেনাবাহিনীর সৈনিক মো. তরিকুজ্জামান খানকে উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারে করে চট্টগ্রামে নেওয়া হয়। পরে ইউপিডিএফের তিন সদস্য আটক হয়। এ সময় তাদের কাছে গুলিভর্তি ম্যাগাজিনসহ একটি এসএমজি (সাব মেশিন গান) উদ্ধার হয়।
আটকরা হলেন—মনসুখ চাকমা, সিন্ধু মনি চাকমা ও অন্তর চাকমা।
পূর্বকোণ/জেইউ/পারভেজ