কক্সবাজারে বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকগুলোতে অভিযান চালিয়েছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২৪ জুন) বিকেলে পরিচালিত এই অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে দুটি হাসপাতাল ও একটি ফার্মেসিকে মোট ৪০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানা অভিযানকালীন ক্লিনিক্যাল ল্যাবে ব্যবহৃত কেমিক্যালসমূহের মেয়াদ, ল্যাবের সামগ্রিক পরিবেশ, বিলিং সেকশনের মূল্য তালিকা এবং কর্মরত স্টাফদের প্রাতিষ্ঠানিক যোগ্যতার বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন।
পর্যবেক্ষণে বিভিন্ন অনিয়ম ধরা পড়ায় ইউনিয়ন হাসপাতাল ও ডিজিটাল ক্লিনিককে মেডিকেল প্রাক্টিস, বেসরকারি ক্লিনিক ও ল্যাবরেটরি আইনে জরিমানা করা হয়। এর মধ্যে, ইউনিয়ন হাসপাতালকে ১৫ হাজার টাকা, ডিজিটাল ক্লিনিককে ২০ হাজার টাকা এবং ইউনিয়ন ফার্মেসিকে ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
পূর্বকোণ/এরফান/জেইউ/পারভেজ