চট্টগ্রাম রবিবার, ২০ জুলাই, ২০২৫

সর্বশেষ:

আনোরায়ায় ভিন্নকেন্দ্রে ভোট দিয়ে শাস্তি পাওয়া সেই মেম্বার গ্রেপ্তার
শাহেদুল আলম

আনোরায়ায় ভিন্ন কেন্দ্রে ভোট দিয়ে শাস্তি পাওয়া সেই মেম্বার গ্রেপ্তার

আনোয়ারা সংবাদদাতা

২০ জুন, ২০২৫ | ১০:১৭ অপরাহ্ণ

চট্টগ্রামের আনোয়ারায় পরৈকোড়া ইউপি নির্বাচনে প্রকাশ্যে ভোট দিয়ে শাস্তি পাওয়া সেই বারখাইন ইউপি সদস্য শাহেদুল আলমকে বিএনপির দায়ের করা রাজনৈতিক মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ।

 

শুক্রবার (২০ জুন) বিকেল ৪টার দিকে উপজেলার ৬ নম্বর বারখাইন ইউনিয়নের উত্তর হাজিগাঁও গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তার শাহেদুল আলম স্থানীয় সাহেব মিয়ার ছেলে এবং বারখাইন ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য। আওয়ামী লীগ আমলের পরৈকোড়া ইউনিয়ন পরিষদের নির্বাচনে প্রকাশ্য ভোট দিয়ে নিজের ফেইসবুক আইডি থেকে শেয়ার করেন তিনি। এ সময় সমালোচনার মুখে ১ বছরের জন্য তার পরিষদের কার্যক্রম স্থগিত করা হয়।

 

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, বিএনপির মিছিলে হামলার মামলায় এজহারনামীয় আসামি শাহেদুল আলমকে গ্রেপ্তার করা হয়েছে। আগামীকাল শনিবার তাকে আদালতে পাঠানো হবে।

 

পূর্বকোণ/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট