চট্টগ্রাম রবিবার, ২০ জুলাই, ২০২৫

সর্বশেষ:

নাইক্ষ্যংছড়িতে ঝরনায় নিখোঁজ ছাত্রের লাশ ৪ দিনে মিলল রেজুব্রিজে
মেহরাব হোসাইন (১৮)

নাইক্ষ্যংছড়িতে ঝরনায় নিখোঁজ ছাত্রের লাশ ৪ দিনে মিলল রেজুব্রিজে

নাইক্ষ্যংছড়ি সংবাদদাতা

২০ জুন, ২০২৫ | ৭:৩৫ অপরাহ্ণ

বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুমের বড়ইতলী ঝরনা দেখতে গিয়ে ঢলের পানিতে নিখোঁজ হওয়া ছাত্র মেহরাবের লাশ ৪ দিনে মিলল রেজু ব্রিজ এলাকায়। ১৭ জুন দুপুর ১টায় মেহরাব হোসেন বরইতলী ঝরনার পাশের খালে ভেসে যায় পাহাড়ি ঢলে। বিষয়টি নিশ্চিত করেন মেহরাবের জেঠাতো ভাই সাজেদুল করিম।

 

শুক্রবার (২০ জুন) দুপুর আড়াইটায় প্রত্যক্ষদর্শীদের ফোন পেয়ে পরিবারের সদস্যরা গিয়ে নিশ্চিত হন। পরে লাশটি উদ্ধার করে বাড়িতে আনা হয়। বাদ আছর তাকে দাফন করা হয়েছে মরিচ্যা বাবে খালেক জামে মসজিদ কবরস্থানে।

 

নাইক্ষ্যংছড়ি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসরুরুল হক জানান, গত মঙ্গলবার (১৭ জুন) মেহরাব হোসাইন (১৮) নিঁখোজ হন বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলকর ঘুমধুম বরইতলী ঝরনা এলাকায়। ঝরনার পাশ দিয়ে বয়ে যাওয়া বড়ইতলী খালের পাহাড়ি ঢলের পানিতে তলিয়ে যায়। তার বাড়ি ককসবাজারের উখিয়ার মরিচ্যায়। তার দলে ১৮ পর্যটক ছিল।

 

মেহরাবের মা ফরহানা বেগম পূর্বকোণকে বলেন,তার ছেলে কুরআনে হাফেজ। সে চট্টগ্রামের একটি মাদরাসায় দাখিল দশম শ্রেণিতে পড়ে।

 

স্থানীয়রা জানান,মঙ্গলবার দুপুর ১টার দিকে তারা ১৮ বন্ধু উপজেলার ঘুমধুম ইউনিয়নের অতিদুর্গম ৯ নম্বর ওয়ার্ড পাহাড় বেষ্টিত বরইতলী ঝরনায় গোসলে নামে।

 

মেহরাবের পর্যটক দলের বন্ধু ও জেঠাত ভাই সাজেদুর রহমান পূর্বকোণকে বলেন,তারা মঙ্গলবার সকালে ১৮ বন্ধু মিলে নাইক্ষ্যংছড়ি উপজেলার বড়ইতলী ঝর্ণায় গোসল করতে যায়। তখন সময় সকাল সাড়ে ১১টা। প্রচুর বৃষ্টি হচ্ছিল। গোসল সেরে দুপুর ১টার দিকে তারা বাড়ি ফিরে আসতে গিয়ে ধসে পড়া একটি পাহাড়ে দাঁড়িয়েছিল। সেখানে সে সহ ৩ বন্ধু পাহাড় ধসে তলিয়ে যাচ্ছিল। নিখোঁজ মেহরাবসহ কয়েকজন মিলে তাদেরকে উদ্ধার করে।

 

সে আরো বলেন,ধসে পড়া পাহাড় থেকে দ্রুত সরে গিয়ে তারা বাড়ি ফেরার পথে ঝর্ণার পাশের ছড়া দিয়ে পার হওয়ার সময় ভেসে যায় মেহরাব। সে অনেক চেষ্টা করেছিল তাকে বাঁচাতে। পরে বাকীরাও চেষ্টা করে। স্রোতের তীব্রতায় তাকে উদ্ধার করা সম্ভব হয় নি।

 

পরে নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাজহারুল ইসলাম চৌধুরী, তাকে উদ্ধারে নাইক্ষ্যংছড়িস্থ ফায়ার সার্ভিসের এক অভিজ্ঞ দলকে পাঠান। তারা বুধবার সারাদিন চেষ্টা করেও লাশ উদ্ধার করতে পারেনি।

 

পূর্বকোণ/শামীম/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট