চট্টগ্রাম সোমবার, ১৪ জুলাই, ২০২৫

সর্বশেষ:

পটিয়ায় ৪ বসতঘর আগুনে ছাই: ক্ষয়ক্ষতি ৬ লাখ টাকা

পটিয়ায় ৪ বসতঘর আগুনে ছাই: ক্ষয়ক্ষতি ৬ লাখ টাকা

১৭ জুন, ২০২৫ | ১০:২৭ অপরাহ্ণ

চট্টগ্রামের পটিয়া উপজেলার কুসুমপুরা ইউনিয়নের বিনানিহারা গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে চারটি টিনশেড বসতঘর সম্পূর্ণভাবে পুড়ে গেছে।

 

মঙ্গলবার (১৭ জুন) সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে শুরু হওয়া এ আগুন প্রায় পৌনে দুই ঘণ্টার চেষ্টায় রাত ৮টা ৪০ মিনিটে নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।

 

এতে স্থানীয় আবুল কাশেম (৭৫), আয়েশা (৫০), শহীদ (৪০) এবং বদিউল আলম (৬০) এর বসতঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদের সকলের বাড়ি বিনানিহারা গ্রামের কদল ফকিরের বাড়ি এলাকায়।

 

জানা গেছে, বসতঘরগুলো ছিল বাঁশের বেড়া ও টিনের ছাউনি দিয়ে নির্মিত। আগুন লাগার খবর পেয়ে স্থানীয়রা দ্রুত ফায়ার সার্ভিসকে অবহিত করেন। পটিয়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে।

 

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, প্রাথমিকভাবে প্রায় ৬ লাখ টাকার সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে। তবে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত সম্পর্কে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

 

পূর্বকোণ/রবিউল/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট