চট্টগ্রাম রবিবার, ২০ জুলাই, ২০২৫

সর্বশেষ:

সাতকানিয়ায় অভিমান করে যুবকের আত্মহত্যা

সাতকানিয়ায় অভিমান করে যুবকের আত্মহত্যা

সাতকানিয়া সংবাদদাতা

১২ জুন, ২০২৫ | ১:০১ পূর্বাহ্ণ

চট্টগ্রামের সাতকানিয়ায় বোনের সাথে অভিমান করে সেগুন গাছের সাথে গামছা পেঁচিয়ে মো. মামুন (২৪) নামে এক যুবকের আত্মহত্যার খবর পাওয়া গেছে।

 

বুধবার (১১ জুন) সকালে উপজেলার পুরানগড় ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বৈতরণী গ্রামের সেগুন বাগান থেকে যুবকের মরদেহ উদ্ধার করা হয়।

 

নিহত মো. মামুন উপজেলার পুরানগড় ইউনয়নের ২ নম্বর ওয়ার্ডে ছিদ্দিক আহমদের ছেলে ও পেশায় একজন দিনমজুর।

 

জানা যায়, নিহত মো. মামুনের মা নিকটাত্মীয়ের বাড়িতে বেড়াতে যাওয়ার পর মামুন তার মাকে বাড়িতে এসে খুঁজতে থাকে। তার বড় বোন তাদের মা চট্টগ্রাম শহরে গেছে বলে মামুনকে বললে সে রাগান্বিত হয়ে বাসা থেকে বেরিয়ে যায়। পরিবার খোঁজাখুঁজি করলে একপর্যায়ে সাঙ্গু নদী সংলগ্ন একটি বাগানে সেগুন গাছে গলায় গামছা পেঁচানো অবস্থায় মামুনকে ঝুলতে দেখা যায়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল (চমেকে) মর্গে প্রেরণ করেন।

 

নিহত মামুনের বাবা ছিদ্দিক আহমদ বলেন, আমার ছেলে এভাবে আমাদেরকে ছেড়ে চলে যাবে এটা আমরা ভাবতে পারিনি। তবে কেন বা কি কারণে সে আত্মহত্যা করেছে তা আমি জানি না।

 

সাতকানিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুদীপ্ত রেজা জয়ন্ত বলেন, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর কারণ তাৎক্ষণিকভাবে বলা যাচ্ছে না। ময়নাতদন্ত রিপোর্ট হাতে পেলে ঘটনার প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট