রাঙ্গামাটি রাজস্থলীতে মোটরসাইকেল ও প্রাইভেট কারের মুখমুখি সংঘর্ষে মোটর সাইকেলের ২ আরোহী গুরুতর আহত হয়েছেন। সোমবার ৯ জুন বেলা ৩ টার দিকে উপজেলার লংগদু পাড়া স্কুল সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
গুরুত্বর আহতরা হলেন-রাঙ্গামাটির বিলাইছড়ি উপজেলার ফারুয়া ইউনিয়নের পোয়াছড়া গ্রামের বাসিন্দা প্রিয় তঞ্চঙ্গ্যার পুত্র উত্তম তঞ্চঙ্গ্যা ও রাজস্থলী উপজেলার মাঘাইন পাড়ার স্থানীয় বাসিন্দা তজ্বলাল তঞ্চঙ্গ্যা।
পরে স্থানীয় এবং পথচারীরা আহতদের উদ্ধার করেন। গুরুতর আহতদের আশঙ্কা জনক অবস্থায় চিকিৎসার জন্য রাজস্থলী সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলে জানান স্থানীয় ইউপি সদস্য মিলন ।
মোটরসাইকেল দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন রাজস্থলী থানার ওসি ইকবাল বাহার চৌধুরী।
পূর্বকোণ/আজগর/আরআর/পারভেজ