ঈদের ছুটিতে কক্সবাজার বেড়াতে এসে এক সমুদ্র সৈকতে গোসলে নেমে বাবা-ছেলের মৃত্যু হয়েছে। সোমবার (৯ জুন) দুপুর ২টার দিকে সায়মন বিচ পয়েন্টে এই টনা ঘটে।
নিহতরা হলেন- শাহীনুর রহমান (৬০) ও তার ছেলে সিফাত (২০)। তারা রাজশাহী থেকে কক্সবাজার ঘুরতে এসেছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
সিসিএফ লাইফগার্ডের জ্যেষ্ঠ কর্মী ও উদ্ধারকারী দলের সদস্য সাইফুল্লাহ সিফাত জানান, বাবা ও ছেলে একসাথে সাগরের পানিতে নেমেছিলেন। একপর্যায়ে তারা স্রোতে ভেসে যাচ্ছিলেন। লাইফগার্ড কর্মীরা দ্রুত বিষয়টি দেখতে পেয়ে তাদের উদ্ধার করে দ্রুত কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে নেওয়ার পর দুজনেরই অতিরিক্ত রক্তবমি হতে থাকে। একপর্যায়ে তারা মৃত্যুবরণ করেন। এই অস্বাভাবিক লক্ষণটি মৃত্যুর কারণ নিয়ে প্রশ্ন তৈরি করেছে।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহতদের মরদেহ বর্তমানে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর সঠিক কারণ এবং এই অস্বাভাবিক লক্ষণের রহস্য উন্মোচিত হবে বলে আশা করা হচ্ছে।
পূর্বকোণ/পিআর