চট্টগ্রাম রবিবার, ১৫ জুন, ২০২৫

সর্বশেষ:

লোহাগাড়ায় পুকুরে ডুবে হেফজখানার শিক্ষার্থীর মৃত্যু

লোহাগাড়ায় পুকুরে ডুবে হেফজখানার শিক্ষার্থীর মৃত্যু

লোহাগাড়া সংবাদদাতা

৯ জুন, ২০২৫ | ১১:৩৫ পূর্বাহ্ণ

চট্টগ্রামের লোহাগাড়ায় ইটভাটার পুকুরে ডুবে হেফজখানার এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। রবিবার (৮ জুন) সন্ধ্যায় উপজেলার পদুয়া ইউনিয়নের বার আউলিয়া কলেজ সংলগ্ন বার আউলিয়া ব্রিকস নামের ইটভাটার পুকুরে এ দুর্ঘটনাটি ঘটেছে।

 

নিহত শিশুর শিক্ষার্থীর নাম মোহাম্মদ তানজিম (৮)। সে উপজেলার পদুয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মীর পাড়ার বাসিন্দা ও মীর পাড়া মসজিদ কমিটির সেক্রেটারি মৌলানা কাইছার’র প্রথম ছেলে।

 

স্থানীয় ইউপি সদস্য নজরুল ইসলাম বাবুল বিষয়টি নিশ্চিত করে বলেন, তানজিম একটি হেফজখানায় পড়ে। ঈদের ছুটিতে বাড়িতে এসে দুপুরের পর থেকে সে অন্য বাচ্চাদের সাথে ফুটবল খেলতে বের হয়। খেলার সময় বলটি ইটভাটার পুকুরে পড়ে যায়। বলটি খুঁজতে গিয়ে পুকুরে নেমে যায়। স্বজনেরা তাকে খুঁজে না পেয়ে ব্রিকফিল্ড সংলগ্ন পুকুরে অনেক খোঁজাখুঁজির পর তাকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডাক্তার পার্থ বলেন, রাত সোয়া ৯টার দিকে পুকুরের পানিতে ডুবে যাওয়া একটা শিশুকে আনা হয়েছিল। হাসপাতালে আনার পূর্বেই তার মৃত্যু হয়।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট