চট্টগ্রাম বুধবার, ১৮ জুন, ২০২৫

অস্ত্র পাচারকালে বদরখালী ফেরীঘাটে গ্রেপ্তার ২
আটক দুই যুবক

অস্ত্র পাচারকালে বদরখালী ফেরীঘাটে গ্রেপ্তার ২

মহেশখালী সংবাদদাতা

৮ জুন, ২০২৫ | ৯:৫৬ অপরাহ্ণ

কক্সবাজারের মহেশখালী থেকে ক্রয় করে পাচারকালে অস্ত্রের একটি বড় চালান ধরা পড়েছে মহেশখালী ব্রীজের বদরখালী অংশে। যৌথ বাহিনীর অভিযানে উদ্ধার করা হয়েছে ৭টি এক নালা কাটা বন্দুক।  এ সময় একটি অটো টেম্পুসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে । 

রবিবার বিকাল সাড়ে ৫ টার দিকে মহেশখালী থেকে চট্টগ্রামের বাঁশখালীগামী একটি সিএনজি করে অস্ত্র পাচারের গোপন তথ্যের ভিত্তিতে উপজেলার কালারমারছড়া ইউনিয়নের মহেশখালী ব্রীজের বদরখালী ফেরীঘাট অংশে চেকপোস্ট বসিয়ে এ অভিযান চালানো হয়। তবে অভিযান-পরবর্তী সময়ে আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীগুলো।

গ্রেপ্তারকৃতরা হলেন- বাঁশখালীর বাসিন্দা সরল এলাকার  মোঃ আইয়ুব,  মহেশখালীর মিজ্জির পাড়ার বাসিন্দা মো: সাইফুল । প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেন, দীর্ঘদিন ধরে তারা দেশীয় অস্ত্র কেনাবেচার সঙ্গে জড়িত এবং উদ্ধারকৃত অস্ত্রগুলো মহেশখালী থেকে সংগ্রহ করে বাঁশখালীতে নিয়ে যাচ্ছিলেন।

পূর্বকোণ/সজীব/আরআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট