চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১৯ জুন, ২০২৫

সর্বশেষ:

কাপ্তাইয়ে পূর্ব শত্রুতার জেরে ঘরে আগুন দিল দুর্বৃত্তরা
অগ্নিকাণ্ডের পর ঘরের দৃশ্য

কাপ্তাইয়ে পূর্ব শত্রুতার জেরে ঘরে আগুন দিল দুর্বৃত্তরা

কাপ্তাই সংবাদদাতা

৮ জুন, ২০২৫ | ৭:৪২ অপরাহ্ণ

রাঙামাটির কাপ্তাই উপজেলার ওয়াগ্গা ইউনিয়নের শিলছড়ি হাজির টেক এলাকায় পূর্ব শত্রুতার জেরে ঘরে আগুন দিয়েছে দুর্বৃত্তরা । রবিবার (৮ জুন) ভোর ৪টায় ছাবের আহাম্মদের রান্নাঘরে আগুন লাগানো হয়।

 

ছাবের আহাম্মদ জানান,পূর্ব শত্রুতার ফলে আমার ঘরের পাশ্ববর্তী কয়েকজন লোক রান্নাঘরে আগুন লাগিয়ে দেয়। আগুনের লেলিহার শব্দ শুনে ঘুম হতে উঠে দেখি আমার রান্না জ্বলে শেষ হয়ে গেছে। প্রাণ বাঁচাতে ঘুম থেকে উঠে দ্রুত পানি দিয়ে ঘর ও ঘরের কিছু মালামাল রক্ষা করি। এতে আমার প্রায় দুই লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান।

 

তিনি এ বিষয়ে কাপ্তাই থানায় একটি সাধারণ ডায়রী করেছে। ৫নং ওয়াগ্গা ইউনিয়ন ৯নং ওয়ার্ড ইউপি সদস্য সরোয়ার হোসেন জানান,আমাকে ভোর ৪টায় খবর দিলে আমি ফায়ার সার্ভিসকে কল করি।ফায়ার সার্ভিস আসার পূর্বে এলাকার লোকজনের সহায়তায় আগুন নিভানো হয়। তবে কি ভাবে আগুন লেগেছে আমি তা জানিনা। 

 

পূর্বকোণ/আরআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট