চট্টগ্রাম রবিবার, ১৫ জুন, ২০২৫

সর্বশেষ:

সাতকানিয়ায় মসজিদ কমিটির বিরোধের জেরে নিহত ১, গ্রেপ্তার ৪

সাতকানিয়ায় মসজিদ কমিটির বিরোধের জেরে নিহত ১, গ্রেপ্তার ৪

সাতকানিয়া সংবাদদাতা

৮ জুন, ২০২৫ | ২:৫৭ অপরাহ্ণ

চট্টগ্রামের সাতকানিয়ায় মসজিদের পরিচালনা কমিটির বিরোধের জেরে দু’পক্ষের সংঘর্ষে মো. দিদারুল আলম (৪৫) নামে একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় তাৎক্ষণিক হত্যাকাণ্ডে জড়িত ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

শনিবার (৭ জুন) রাত ১১টার দিকে উপজেলার এওচিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের দেওদিঘি গ্রামের ফয়েজুর রহমান সওদাগরের বাড়িতে এ ঘটনা ঘটে।

 

নিহত মো. দিদারুল আলম একই এলাকার মৃত এজাহার মিয়ার ছেলে।

 

হত্যার ঘটনায় গ্রেপ্তারকৃতরা হলো-উপজেলার এওচিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড দেওদিঘি এলাকার মৃত নুরুল ইসলামের চার ছেলে মো. নাজিম উদ্দীন (৩৪), মো. নুরুল ইসলাম আজিম (৩০), মো. সাইফুল আজম (৪১) ও মো. সরওয়ার আজম (৫০)।

 

জানা যায়, নিহত মো. দিদারুলের ঘরে তারই চাচাতো ভাই মো. সোহেলের বিয়ের বিষয়ে সমাজের মান্যগণ্য ব্যক্তিদের নিয়ে আলোচনা শুরু হয়। এর একপর্যায়ে মসজিদ পরিচালনা কমিটি নিয়ে দিদারুলের সঙ্গে গ্রেপ্তারকৃতরা প্রথমে কথা কাটাকাটি ও পরে মারামারি শুরু করে। একপর্যায়ে তারা দিদারুলের বুকে কিল-ঘুষি মারলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে তাকে সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহেদুল ইসলাম বলেন, এওচিয়ায় হত্যাকাণ্ডের সংবাদ পেয়ে তাৎক্ষণিক অভিযান চালিয়ে হত্যাকাণ্ডে জড়িত চার সহোদরকে গ্রেপ্তার করা হয়েছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল (চমেকে) পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট