চট্টগ্রাম বুধবার, ১৮ জুন, ২০২৫

মিরসরাইয়ে মধ্যরাতে আগুনের ধোঁয়ায় দমবন্ধ হয়ে যুবকের মৃত্যু

মিরসরাইয়ে মধ্যরাতে আগুনের ধোঁয়ায় দমবন্ধ হয়ে যুবকের মৃত্যু

মিরসরাই সংবাদদাতা

৮ জুন, ২০২৫ | ১০:৪২ পূর্বাহ্ণ

চট্টগ্রামের মিরসরাইয়ে বারৈয়াহাট পৌরসভায় শেষ রাতে দোকান ও বসতঘরে আগুন লেগে জয়নাল আবেদীন (৩৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত মো. জয়নাল আবেদীন খাগড়াছড়ি জেলার দিঘীনালা উপজেলার এলাকার বাচ্চু মিয়ার ছেলে৷ 

শনিবার (৭ জুন) দিবাগত রাত ৩টায় বারৈয়ারহাট পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ছেরাজুল হক প্রকাশ ছেরুর দোকানঘর ও কলোনিতে এ ঘটনা ঘটে।

 
জানা গেছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। আগুনে ছেরাজুল হকের সব দোকান ও কলোনির সব ঘর পুড়ে ছাই হয়ে গেছে৷ 

প্রত্যক্ষদর্শী মোশাররফ হোসেন জানান, রাতে আগুন লাগার চিৎকার শুনে ঘুম ভেঙে যায়। বের হয়ে দেখি ছেরাজুল হকের সব দোকান, ঘর পুড়ে যাচ্ছে। আগুনের ধোঁয়ায় দম বন্ধ হয়ে জয়নাল আবেদীন নামে একজন মারা গেছেন।  

বারৈয়ারহাট ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জয়নাল আবেদীন বলেন, ছেরাজুল হকের কলোনির কাঁচাঘর ও দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনের ধোঁয়ায় দম বন্ধ হয়ে মারা যান জয়নাল আবেদীন নামে এক যুবক আহত হন। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আইনিপ্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট