চট্টগ্রাম সোমবার, ১৬ জুন, ২০২৫

সর্বশেষ:

সীতাকুণ্ডে অজ্ঞাত গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
ফাইল ছবি

সীতাকুণ্ডে ঈদের রাতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল যুবকের   

সীতাকুণ্ড সংবাদদাতা

৮ জুন, ২০২৫ | ১:১১ পূর্বাহ্ণ

চট্টগ্রামের সীতাকুণ্ডে ঈদের রাতে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায়জিয়া উদ্দিন (সুমন ২৭) নামক এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় দুই মোটর সাইকেল আরোহী গুরুতর আহত হয়েছে।

 

শনিবার রাত পৌনে ৮টার দিকে উপজেলাধীন মহাসড়কের সোনাইছড়ি আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় গেটে এ ঘটনা ঘটে। নিহত জিয়াউদ্দিন সুমন উপজেলার বড়কুমিরা বেল্লার বাড়ি এলাকার সালে আহমেদের পুত্র।

 

হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যা আনুমানিক পৌনে ৮টার দিকে জিয়াউদ্দিন সুমন বাই সাইকেল চালিয়ে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় গেটের ঢাকা চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রাম মুখী লেইন অতিক্রম করছিলেন।

 

এ সময় চট্টগ্রাম মুখি একটি দ্রুতগামী মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে তাকে সজোরে ধাক্কা দিলে তিনি ছিটকে নিচে পড়ে ঘটনাস্থলেই নিহত হন। ঘটনায় মোটর সাইকেলটিও ছিটকে পড়লে গুরুতর আহত হন ঐ বাইকে থাকা দুই আরোহী।এসময় স্থানীয়রা মোটরসাইকেল আরোহী দুইজনকে আহত অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করান।

 

বার আউলিয়া হাইওয়ে থানার ওসি মো. আব্দুল মোমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,আহত দুই মোটর সাইকেল আরোহীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ(চমেক) হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

 

পূর্বকোণ/সৌমিত্র/আরআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট