চট্টগ্রাম বুধবার, ১৮ জুন, ২০২৫

আনোয়ারায় ঈদের দিন আগুনে পুড়ল বসতঘর, দগ্ধ বাবা-মেয়ে

আনোয়ারা সংবাদদাতা

৭ জুন, ২০২৫ | ৫:১১ অপরাহ্ণ

চট্টগ্রামের আনোয়ারায় ঈদের দিন আগুন লেগে একটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে দগ্ধ হয়েছেন ক্ষতিগ্রস্ত জানে আলম ও তার মেয়ে।

 

শনিবার (৭ জুন) সকালে উপজেলার রায়পুর ইউনিয়নের দক্ষিণ পারুয়াপাড়ার শলারো বাড়িতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, ঈদের সকালে হঠাৎ আগুন দেখতে পান তারা। আগুন দ্রুত ছড়িয়ে পড়লে আশপাশের লোকজন নিয়ন্ত্রণে চেষ্টা চালায়। পরে খবর পেয়ে আনোয়ারা ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছালেও ঘরটি তখন সম্পূর্ণ পুড়ে যায়।

 

এবিষয়ে আনোয়ারা ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার মোহাম্মদ ইউসুফ বলেন, ঘটনাস্থলে পৌঁছাতে পৌঁছাতে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। দগ্ধদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলেও জানিয়েছে তিনি।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট