দেশের কয়েকটি ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীদের চাকরিতে বহাল না করলে আগামীতে কঠোর কর্মসূচি পালন করা হবে। শুক্রবার (৬ জুন) বিকেলে পটিয়া প্রেস ক্লাবের সামনে আয়োজিত পটিয়ার সচেতন নাগরিক সমাজের ব্যানারে আয়োজিত এক মানববন্ধন কর্মসূচি থেকে বক্তারা এ হুঁশিয়ারি দিয়েছেন।
বক্তরা বলেন, চাকরিচ্যুত কর্মকর্তাদের অধিকাংশের বাড়ি চট্টগ্রামের পটিয়ায়। শুধুমাত্র পটিয়ার বাসিন্দা হওয়ায় নানা অজুহাত তুলে তাদের চাকরিচ্যুত করা হচ্ছে, যা অমানবিক। চাকরিচ্যুতদের পুনরায় চাকরিতে বহাল করতে ব্যাংকগুলোর সংশ্লিষ্ট পরিচালনা পর্ষদ যদি কোন পদক্ষেপ না নেয় তাহলে শীঘ্রই চাকরিচ্যুত ব্যাংকারদের সঙ্গে নিয়ে আন্দোলন কর্মসূচি পালন করা হবে।
পটিয়া সচেতন নাগরিক সমাজ সংগঠনের প্রধান সমন্বয়ক কানাডা প্রবাসী সাংবাদিক ও সংগঠক মফিজুল ইসলাম চৌধুরী বাবলুর পরিচালনায় মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চট্টগ্রাম দক্ষিণ জেলা সাধারণ সম্পাদক আলী হোসেন, পটিয়া উপজেলা ইসলামী ফ্রন্ট নেতা মুহাম্মদ ইলিয়াছ, নিরাপদ সড়ক চাই পটিয়া উপজেলা সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার সাবেক কেন্দ্রীয় নেতা শাহজাদা নিজামুল করিম সুজন, পটিয়া বিজনেস প্লাটফর্মের কর্ণধার ও সংগঠক নাফিস করিম চৌধুরী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম দক্ষিণ জেলা সংগঠক তৌকির, জাতীয় নাগরিক কমিটি পটিয়া উপজেলা সংগঠক মারুফ ও মাশরাফ, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের সাবেক সদস্য তারেক হোসাইন, পটিয়া উপজেলা ছাত্রসেনা নেতা জমির উদ্দিন, সাইফুদ্দিন, আসবাব, পৌরসভা ছাত্রসেনা সভাপতি মোজাম্মেল প্রমুখ।
পূর্বকোণ/পিআর