চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার শিকলবাহা ইউনিয়ন পরিষদের জনসেবা ও প্রশাসনিক কার্যক্রম গতিশীল রাখার স্বার্থে ইউপি সদস্য জাহাঙ্গীর আলমকে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পণ করা হয়েছে।
বুধবার (৪ জুন) বিকেলে চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ের ( স্থানীয় সরকার শাখা) এক অফিস আদেশের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। স্থানীয় ওয়ার্ড যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম সর্বশেষ ইউপি নির্বাচনে ইউনিয়নের শিকলবাহা ৯ নম্বর ওয়ার্ড থেকে ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান -২ নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করে আসছিলেন।
চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানম স্বাক্ষরিত ওই অফিস আদেশে বল বলা হয়, স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ এর ধারা ১০১ ও ১০২ এবং স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার, পরী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের ১৯/০৮/২০২৪ তারিখের ৪৬.০০.০০০০,০০০,০১৭.৯৯.০০৪৪.২২-৬৮৪ নম্বর স্মারকে জারিকৃত পরিপত্র মোতাবেক চট্টগ্রাম জেলার কর্ণফুলী উপজেলাধীন ৩নং শিকলবাহা ইউনিয়ন পরিষদের জনসেবা ও প্রশাসনিক কার্যক্রম গতিশীল রাখার স্বার্থে পরবর্তী আদেশ না দেয়া পর্যন্ত প্যানেল চেয়ারম্যান জাহাঙ্গীর আলমকে শিকলবাহা ইউনিয়ন পরিষদ পরিচালনার জন্য আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পণ করা হল’।
এ বিষয়ে জানতে চাইলে ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান-২ জাহাঙ্গীর আলম পূর্বকোণকে বলেন, সরকার পরিষদের জনসেবা ও প্রশাসনিক কার্যক্রম গতিশীল রাখার স্বার্থে আমাকে যে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পন করেছে আমি তা স্বচ্ছতা ও জবাবদিহিতার সাথে পালন করতে চাই। প্রতিটি ওয়ার্ডের উন্নয়নে কাজ করতে চাই। আমি সকলের সহযোগিতা ও দোয়া প্রত্যাশা করছি।
পূর্বকোণ/পিআর