চট্টগ্রাম শনিবার, ২১ জুন, ২০২৫

ফটিকছড়িতে খালে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

ফটিকছড়িতে খালে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

নাজিরহাট সংবাদদাতা

৬ জুন, ২০২৫ | ৪:৩৩ অপরাহ্ণ

চট্টগ্রামের ফটিকছড়িতে ধুরং খালে বন্ধুদের সাথে খেলতে গিয়ে নিখোঁজ শিশু সায়মনের (৮) মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। নিহত শিশু সায়মন সুন্দরপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মো.আইয়ুব আলীর ছেলে ও স্থানীয় নূরানী মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির ছাত্র।

 

শুক্রবার (৬ জুন) বিকাল ৪টায় ঘটনাস্থলের ২০০ গজ দূর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

 

বিষয়টি নিশ্চিত করেছেন ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর আহম্মদ। তিনি জানান, দুপুরে বন্ধুদের সাথে খেলতে গিয়ে শিশু সায়মন নিখোঁজ হয়। এরপর ফায়ার সার্ভিসকে খবর দিলে তাদের ডুবুরি দল এসে দীর্ঘ প্রচেষ্টার পর বিকাল ৪টায় শিশুর মরদেহ উদ্ধার করা হয়।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট