চট্টগ্রাম সোমবার, ১৬ জুন, ২০২৫

কক্সবাজারে হোটেল থেকে যুবকের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার

কক্সবাজার সংবাদদাতা

৫ জুন, ২০২৫ | ১১:২৯ অপরাহ্ণ

পর্যটন নগরী কক্সবাজারের হোটেল-মোটেল এলাকায় অবস্থিত ‘লাইট হাউজ রিসোর্ট’-এর একটি কক্ষ থেকে হাত-পা বাঁধা অবস্থায় আব্দুল আলিম রিয়াদ (১৮) নামে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। রামুর জোয়ারিয়ানালা ইউনিয়নের বড়াছারাকুল এলাকার আব্দুল করিমের পুত্র রিয়াদের নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় হোটেল পাড়া ও স্থানীয়দের মধ্যে তীব্র চাঞ্চল্য ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। 

আজ বৃহস্পতিবার (৫ জুন) রাতে সদর থানা পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।

হোটেল কর্মচারী সূত্রে জানা যায়, গত বুধবার (৪ জুন) রাতে দুইজন ব্যক্তি ‘লাইট হাউজ রিসোর্ট’-এর দ্বিতীয় তলার ১০৬ নম্বর কক্ষটি ভাড়া নিয়েছিলেন। পরদিন বৃহস্পতিবার সকালে, কক্ষ ভাড়া নেওয়া দুইজনের মধ্যে একজন কক্ষের বাইরে তালা ঝুলিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। অপর ব্যক্তি, যিনি রিয়াদের সঙ্গে কক্ষে ছিলেন, তিনি এখনও পলাতক রয়েছেন।

পাশের হোটেলের ম্যানেজার আরফাত নামে এক প্রত্যক্ষদর্শী জানান, বৃহস্পতিবার দুপুরে ওই কক্ষ থেকে আব্দুল আলিম রিয়াদের হাত-পা বাঁধা অবস্থায় লাশটি উদ্ধার করা হয়। লাশের মুখ কস্টেপ দিয়ে মোড়ানো ছিল, যা হত্যাকাণ্ডের নৃশংসতার ইঙ্গিত দেয়। ঘটনাস্থল থেকে মৃত যুবকের জন্ম নিবন্ধন সনদ, জীবনবৃত্তান্ত (সিভি) সহ কিছু ব্যক্তিগত কাগজপত্র উদ্ধার করেছে পুলিশ।

কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “এখনো পর্যন্ত এই ঘটনায় কোনো মামলা রুজু হয়নি তবে নিহতের পরিবার মামলার প্রস্তুতি নিচ্ছে । এছাড়া, হত্যাকাণ্ডের পেছনে কারা জড়িত এবং এর উদ্দেশ্য কী, সে বিষয়ে পুলিশের তদন্ত পুরোদমে চলছে।” তিনি আরও বলেন, “লাশ বর্তমানে সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর সঠিক কারণ এবং হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে গুরুত্বপূর্ণ সূত্র পাওয়া যাবে বলে আমরা আশা করছি।”

পর্যটন শহরে এমন লোমহর্ষক হত্যাকাণ্ডের ঘটনায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। পুলিশ দ্রুততম সময়ের মধ্যে এই হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন এবং জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে।

পূর্বকোণ/আরআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট