চট্টগ্রামের কালুরঘাট সেতুতে পর্যটক এক্সপ্রেস ট্রেনের সাথে সংঘর্ষে শিশুসহ দুইজন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন ৯ জন। তাদের বেশিরভাগই আশঙ্কাজনক বলে জানা গেছে।
বৃহস্পতিবার (৫ জুন) রাত ১০ টার দিকে সেতুর পূর্ব প্রান্তে এ ঘটনা ঘটেছে।
নিহত শিশু আয়েশা (২) বোয়ালখালী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের মুন্সিপাড়ার মো.মিঠুর কন্যা। আয়েশা বাবা-মায়ের সাথে ঈদের বন্ধে বাড়ি আসছিল। এঘটনায় আয়েশার মা জোবায়রাও আহত হয়েছেন। তাদের নগরীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক আয়েশাকে মৃত ঘোষণা করা হয়। নিহত সিএনজি অটোরিকশা চালক মো.তুষার (২৮) পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের উত্তর গোমদণ্ডীর বাসিন্দা। তিনি নগরী থেকে যাত্রী নিয়ে বোয়ালখালী আসছিলেন।
আহত সিএনজি অটোরিকশার যাত্রী আসিফ উদ্দিন বাপ্পী, আসমা আহমেদ, আঞ্জুমান আরা (৫৫) ও মো. মনিরুল (৬০)। এরমধ্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ৩ জন ভর্তি হয়েছেন। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আইসক্রিম ভ্যানচালক মো.মনিরুল চিকিৎসা নিয়েছেন। এছাড়া বোয়ালখালী উপজেলার একটি বেসরকারি হাসপাতালের আউটডোরে ৪ জন চিকিৎসা নিয়েছেন বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.জাফরিন জাহেদ জিতি।
প্রত্যক্ষদর্শী নরেশ চন্দ্র পুরী বলেন, রাতে হাসপাতালের ডিউটিতে যোগ দিতে তিনি বোয়ালখালী আসছিলেন। সেতুর পশ্চিম প্রান্তে ট্রেন আসার সিগন্যাল দেওয়ায় তার লোকাল সিএনজি অটোরিকশা আটকে যায়। ফলে গাড়ি থেকে নেমে সেতুর ওয়াকওয়ে দিয়ে হেঁটে পার হচ্ছিলেন তিনি। এসময় একটি মোটরসাইকেল, ৫টি সিএনজি অটোরিকশা ও একটি আইসক্রিমভ্যান সিগন্যাল না মেনে দ্রুত গতিতে সেতু পার হয়ে যাচ্ছিল। এসময় পূর্ব প্রান্তে দিয়ে ট্রেন সেতুতে উঠে পড়লে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এই সংঘর্ষে গাড়িগুলো দুমড়ে মুচড়ে যায়।
খবর পেয়ে বোয়ালখালী ফায়ার সার্ভিস, কালুরঘাট মোহরা ফায়ার সার্ভিস, বোয়ালখালী থানা পুলিশ ও সেনাবাহিনী উদ্ধার তৎপরতা শুরু করে। এই ঘটনায় রাত ১০ টা থেকে সেতু দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। আটকা পড়ে যাত্রীবাহী ট্রেনটিও।
গোমদণ্ডী রেলওয়ে স্টেশন মাস্টার কাঞ্চন ভট্টাচার্য জানান, ঢাকার উদ্দেশ্যে কক্সবাজার থেকে পর্যটক এক্সপ্রেস ছেড়ে এসে ট্রেনটি রাত ১০টার দিকে সেতু পার হওয়ার সময় এ ঘটনা ঘটেছে।
তিনি বলেন, সেতুতে আটকে পড়া ট্রেনটি সরিয়ে নিতে আরেকটি ইঞ্জিন রাত সাড়ে ১১টা দিকে উদ্ধার তৎপরতায় যোগ দেয়। রাত তিনটা ২০ মিনিটের সময় ট্রেনটি যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছে।
পূর্বকোণ/পিআর