চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ধলই ইউনিয়ন থেকে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার হওয়া মহিলার নাম ফাতেমা বেগম (৮৮) পৌরসভার মিরেরখীল এলাকার মৃত আহম্মদ মিয়ার স্ত্রী।
বৃহস্পতিবার (৫ জুন) বিকাল সাড়ে ৪টায় ধলই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের একটি পরিত্যক্ত পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়।
হাটহাজারী মডেল থানার ওসি আবু কাওসার মোহাম্মদ হোসেন বলেন,পরিতক্ত একটি পুকুর থেকে উদ্ধার হওয়া অজ্ঞাত মহিলার লাশটি পৌরসভার মিরেরখীল এলাকার মৃত আহম্মদ মিয়ার স্ত্রী হিসাবে পূজিত নিহতের পুত্র মোঃ হাসান সনাক্ত করে।প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা শেষে পরিবারকে মরদেহটি হস্তান্তর করা হবে।
পূর্বকোণ/পিআর/এএইচ