চট্টগ্রাম সোমবার, ১৬ জুন, ২০২৫

বাঁশখালীতে ঈদ করতে এসে পুকুরে ডুবে প্রাণ গেল শিশুর
নিহত শিশু সাজিদুল হক আবরার

বাঁশখালীতে ঈদ করতে এসে পুকুরে ডুবে প্রাণ গেল শিশুর

বাঁশখালী সংবাদদাতা

৫ জুন, ২০২৫ | ১:৩৬ অপরাহ্ণ

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার গন্ডামারা ইউনিয়নে পুকুরে ডুবে সাজিদুল করিম আবরার (৬) নামের এক শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৫ জুন) সকাল ৭ টার দিকে গন্ডামারা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বড়ঘোনায় এই ঘটনা ঘটে।

 

মারা যাওয়া শিশু গন্ডামারা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের আব্দু রশিদ মেম্বারের বাড়ির দুবাই প্রবাসী মোহাম্মদ ফারুক আজমের ছেলে ।

 

নিহতের মামা কাজী মহিব উল্লাহ্ পূর্বকোণকে জানান, ঈদুল আযহা উপলক্ষে এবার দুবাই প্রবাসী ফারুক আজম পরিবার নিয়ে নিজ বাড়ি বাঁশখালীতে আসেন। সকালে সকলের অগোচরে শিশু সাজিদুল করিম আবরার পুকুরে ডুবে যায়। পুকুরে ভাসমান অবস্থায় দেখে শিশুটির মার চিৎকারে আত্মীয়-স্বজনরা তাকে উদ্ধার করে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, গন্ডামারা ইউনিয়নে পানিতে ডুবে এক শিশু মারা গেছে বলে জানা গেছে।

 

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট