চট্টগ্রাম শুক্রবার, ১৩ জুন, ২০২৫

সর্বশেষ:

চরপাথরঘাটা ইউপির আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা পেলেন আবু তাহের
প্যানেল চেয়ারম্যান আবু তাহের

চরপাথরঘাটা ইউপির আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা পেলেন আবু তাহের

কর্ণফুলী সংবাদদাতা

৫ জুন, ২০২৫ | ১২:১৭ অপরাহ্ণ

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার চরপাথরঘাটা ইউনিয়ন পরিষদের জনসেবা ও প্রশাসনিক কার্যক্রম গতিশীল রাখার স্বার্থে ইউপি সদস্য আবু তাহেরকে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পণ করা হয়েছে।

 

রবিবার (১ জুন) বিকেলে চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ের (স্থানীয় সরকার শাখা) এক অফিস আদেশের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। প্যানেল চেয়ারম্যান -১ আবু তাহের সর্বশেষ ইউপি নির্বাচনে ইউনিয়নের ইছানগর ৮ নম্বর ওয়ার্ড থেকে ইউপি সদস্য হিসেবে নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করে আসছিলেন।

চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানম স্বাক্ষরিত ওই অফিস আদেশে বল বলা হয়, ‘স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ এর ধারা ১০১ ও ১০২ এবং স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার, পরী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের ১৯/০৮/২০২৪ তারিখের ৪৬.০০.০০০০,০০০,০১৭.৯৯.০০৪৪.২২-৬৮৪ নম্বর স্মারকে জারিকৃত পরিপত্র মোতাবেক চট্টগ্রাম জেলার কর্ণফুলী উপজেলাধীন ১ নম্বর চরপাথরঘাটা ইউনিয়ন পরিষদের জনসেবা ও প্রশাসনিক কার্যক্রম গতিশীল রাখার স্বার্থে পরবর্তী আদেশ না দেয়া পর্যন্ত প্যানেল চেয়ারম্যান আবু তাহেরকে চরপাথরঘাটা ইউনিয়ন পরিষদ পরিচালনার জন্য আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পণ করা হল’।

 

এ বিষয়ে জানতে চাইলে ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান -১ আবু তাহের পূর্বকোণকে বলেন, সরকার পরিষদের জনসেবা ও প্রশাসনিক কার্যক্রম গতিশীল রাখার স্বার্থে আমাকে যে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পন করেছে আমি তা স্বচ্ছতা ও জবাবদিহিতার সাথে পালন করতে চাই। প্রতিটি ওয়ার্ডের উন্নয়নে কাজ করতে চাই। আমি সকলের সহযোগিতা ও দোয়া প্রত্যাশা করছি।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট