চট্টগ্রামের মিরসরাইয়ে ট্রাক চাপায় আরিফ হোসেন (২০) নামে এক যুবক নিহত হয়েছেন। বুধবার (৪ জুন) রাত সাড়ে ১০টার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মস্তাননগর নাহার এগ্রো গ্রুপের ফ্যাক্টরির সামনে এই দুর্ঘটনাটি ঘটে।
আরিফ হোসেন নাহার এগ্রো গ্রুপের মালামাল বহনকারী গাড়ির চালকের সহকারী। তিনি নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুর গ্রামের কামাল হোসেনের ছেলে।
জানা গেছে, সিরাজগঞ্জ থেকে মালামাল সরবরাহ করে গতকাল রাতে সাড়ে ১০টার দিকে মিরসরাইয়ের মস্তাননগরে নাহার এগ্রো গ্রুপের ফ্যাক্টরি এলাকায় এসে পৌঁছান আরিফ। গাড়ি থেকে নেমে রাতের খাবার খাওয়ার জন্য হোটেলের উদ্দেশ্যে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পারাপারের সময় দ্রুতগামী ট্রাকের চাপায় ঘটনাস্থলেই নিহত হন তিনি। খবর পেয়ে জোরারগঞ্জ হাইওয়ে থানা পুলিশ লাশ উদ্ধার করে।
জোরারগঞ্জ হাইওয়ে থানা পুলিশের উপ-পরিদর্শক বোরহান উদ্দিন জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নাহার এগ্রো গ্রুপ ফ্যাক্টরি এলাকায় মহাসড়ক পারাপারের সময় ট্রাক চাপায় এক যুবক নিহত হয়েছেন। লাশ পুলিশ ফাঁড়িতে আনা হয়েছে। তবে ট্রাক ও চালককে আটক করা সম্ভব হয়নি।
পূর্বকোণ/পিআর