চট্টগ্রাম শুক্রবার, ১৩ জুন, ২০২৫

সর্বশেষ:

কক্সবাজারের টেকনাফে ৩ মাদক কারবারি গ্রেপ্তার
গ্রেপ্তার ৩ মাদক কারবারি

কক্সবাজারের টেকনাফে ৩ মাদক কারবারি গ্রেপ্তার

টেকনাফ সংবাদদাতা

৪ জুন, ২০২৫ | ১১:০৬ অপরাহ্ণ

কক্সবাজারের টেকনাফ থেকে বিশেষ অভিযান পরিচালনা করে ৮০ হাজার পিস ইয়াবাসহ ৩ জন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। র‌্যাব ১৫ এর সহকারী পরিচালক আ ম ফারুক বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ সদরের বাজারছড়া এলাকায় ইয়াবার একটি বড় চালান অন্যত্র প্রেরণের উদ্দেশ্যে কারবারিরা অবস্থান করছে- এমন তথ্যের প্রেক্ষিতে ৪ জুন বুধবার র‌্যাব-১৫ এর চৌকস দল দীর্ঘ ১০ ঘণ্টার সফল অভিযান পরিচালনা করে ৮০ হাজার পিস ইয়াবাসহ ৩ জন মাদক মাদক কারবারীকে গ্রেপ্তার করে। অপর একজন মাদককারবারী কৌশলে দৌড়ে পালিয়ে যায়। 

 

গ্রেপ্তারকৃতরা হলেন- নজির আহম্মদ (৪৮), জাকির হোসেন (৪৭), মো. হাসান আলী (৪৮)। এরা সকলেই টেকনাফ সদর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের বাসিন্দা 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেপ্তারকৃত মাদক কারবারীরা দীর্ঘদিন যাবৎ সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য ইয়াবা সংগ্রহ করে বিভিন্ন পন্থায় অবৈধভাবে কক্সবাজার জেলার নানা স্থানে বিক্রয় করে আসছে। এ সংক্রান্তে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

 

পূর্বকোণ/কাশেম/আরআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট