চট্টগ্রাম সোমবার, ১৬ জুন, ২০২৫

খাগড়াছড়ির চেঙ্গী নদীতে ডুবে কিশোর নিখোঁজ

খাগড়াছড়ির চেঙ্গী নদীতে ডুবে কিশোর নিখোঁজ

নিজস্ব প্রতিবেদক

৪ জুন, ২০২৫ | ৩:২৯ অপরাহ্ণ

খাগড়াছড়ির চেঙ্গী নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হওয়ার ২৪ ঘণ্টা পরও উদ্ধার হয়নি কিশোর মাইশিং ত্রিপুরা (১৮)। নিখোঁজ মাইশিং ত্রিপুরা গাছবান এলাকার অমৃত পাড়ার বাসিন্দা তপন জ্যোতি ত্রিপুরার সন্তান। মঙ্গলবার বিকেল থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার কাজ শুরু করলেও এখওন তার সন্ধান মেলেনি।

 

মাইশিংয়ের বন্ধু বিন্টু ত্রিপুরা বলেন, আমরা মাছ ধরে ফিরছিলাম। মাইশিং সাঁতরে পার হওয়ার চেষ্টা করছিল, হঠাৎ সে তলিয়ে যায়।

 

ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মুকুল কান্তি নাথ জানান, গতকাল (মঙ্গলবার) দুপুর আনুমানিক সাড়ে ১২টার দিকে সদর উপজেলার গাছবান অমৃত পাড়ার ছোট ঝিরি থেকে মাছ ধরে ফেরার পথে, চেঙ্গী নদী পার হওয়ার সময় কিশোর মাইশিং ত্রিপুরা নদীতে ডুবে যায়। প্রবল স্রোতের কারণে স্থানীয় তাকে উদ্ধারের চেষ্ট করে ব্যর্থ। পরে রাঙামাটি থেকে ফায়ার সার্ভিস ডুবুরি দল ঘটনাস্থলে এসে উদ্ধার অভিযান শুরু করে। উদ্ধার না হওয়া পর্যন্ত অভিযান চলবে বলে জানায় ফায়ার সার্ভিস।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট