চট্টগ্রামের বোয়ালখালীতে প্রতারকের পাল্লায় পড়ে আবদুল শুক্কুর নামে এক দোকানদার খোয়ালেন ৩০ হাজার টাকা।
বুধবার (৪ জুন) সকাল সাড়ে ১০টার দিকে পৌর সদরের গোমদণ্ডী ফুলতলের ‘রাফি হার্ডওয়্যার এন্ড ইলেকট্রনিকসে’ এ ঘটনা ঘটে।
দোকানদার আবদুল শুক্কুর বলেন, সকালে তিন ব্যক্তি তার দোকানে আসে। তাদের মধ্যে একজনে চার টাকার লজেন্স, আরেকজনে একটি সিগারেট কিনেন। এ সময় অপর ব্যক্তি বাইরে সাপ দেখছে জানালে লাঠি নিয়ে দোকান থেকে বের হন শুক্কুর। অনেক খোঁজাখুঁজি করেও সাপের দেখা মেলেনি। এর মধ্যে বিকাশ লেনদেনের জন্য ব্যাগে রাখা ৩০ হাজার টাকা নিয়ে সুকৌশলে পালিয়ে যায় প্রতারকরা। তাদের তিনজনের বয়স আনুমানিক ৩০-৪০ এর মধ্যে হবে।
দোকানদার আবদুল শুক্কুর পৌরসভার ৭ নাম্বার ওয়ার্ডের পশ্চিম গোমদণ্ডী শেখ আহমেদের ছেলে।
শুক্কুর বলেন, ওরা চলে যাবার আধা ঘণ্টা পর বিকাশে লেনদেন করতে আসলে দেখি টাকার ব্যাগটি নেই। দোকানে হার্ডওয়্যার, ইলেকট্রনিকস, পান-সিগারেট, স্টেশনারি সামগ্রী বিক্রির পাশাপাশি মোবাইল এজেন্ট ব্যাংকিং বিকাশের লেনদেন করি। তাই ঘর থেকে ব্যাগে করে টাকা এনেছিলাম। সাথে লেনদেনের দুটো মোবাইল সেটও ছিল। তবে দোকানে এসেই মোবাইল সেটগুলো বের করে রেখেছিলাম।
এ ব্যাপারে থানায় অভিযোগ দায়ের করবেন বলে জানিয়েছেন তিনি।
পূর্বকোণ/পূজন/জেইউ