চট্টগ্রাম শুক্রবার, ১৩ জুন, ২০২৫

সর্বশেষ:

মহেশখালীতে ট্রলার ডুবি: সেকাফ উদ্দিন মাঝির লাশ উদ্ধার
নিহত সেকাফ উদ্দিন মাঝি

মহেশখালীতে ট্রলার ডুবি: সেকাফ উদ্দিন মাঝির লাশ উদ্ধার

মহেশখালী সংবাদদাতা

৩ জুন, ২০২৫ | ১১:৪১ অপরাহ্ণ

কক্সবাজারের মহেশখালীতে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় লবণবাহী কার্গো ট্রলার থেকে পড়ে নিখোঁজ সেকাফ উদ্দিন মাঝির লাশ সাতদিন পর উদ্ধার করা হয়েছে।

 

মঙ্গলবার (৩ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে ধলঘাটার পশ্চিমের চর থেকে নদীতে ভাসমান অবস্থায় লাশটি দেখতে পায় স্থানীয়রা। পরে তার স্বজনদের খবর দিলে লাশটি উদ্ধার করা হয়।

 

নিহত সেকাফ উদ্দিন মাঝি হোয়ানক ইউনিয়নের মোহরাকাটা গ্রামের নুরুল হোসেন মাঝির ছেলে।

 

স্থানীয় শিক্ষক মো. আবুল হোছাইন সেকাফ উদ্দিন মাঝির লাশ পাওয়ার বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

 

জানা যায়, গত ২৮ মে বিকালে মহেশখালী উপজেলার হোয়ানক বেক্সিমকো কোম্পানির প্রজেক্ট সংলগ্ন নতুন খালে ধলঘাট পাড়া গ্ৰামের বশির আহমদ কোম্পানির মালিকানাধীন কার্গো ট্রলার খাল থেকে বঙ্গোপসাগরে যাত্রা করার সময় কার্গো ট্রলারটি প্রচণ্ড স্রোতের কবলে পড়ে নিয়ন্ত্রণ হারালে মাঝি সেকাফ উদ্দিন বোট থেকে পড়ে নিখোঁজ হয়ে যান।

 

একইদিন রাত ৯টায় ধলঘাট প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাজার নামাজ শেষে তাকে স্থানীয় কবরস্থানে চির নিন্দ্রায় শায়িত করা হয়।

 

পূর্বকোণ/হুবাইব/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট