চট্টগ্রাম সোমবার, ২৩ জুন, ২০২৫

সর্বশেষ:

টেকনাফে অপহৃত কিশোর উদ্ধার, অপহরণকারী গ্রেপ্তার

টেকনাফে অপহৃত কিশোর উদ্ধার, অপহরণকারী গ্রেপ্তার

টেকনাফ সংবাদদাতা

৩ জুন, ২০২৫ | ১১:৫৯ অপরাহ্ণ

টেকনাফের গোদারবিল এলাকা হতে অপহৃত মো. জাহাঙ্গীর আলম (১৪) নামে এক কিশোরকে উদ্ধার ও অপহরণকারীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৫ সদস্যরা।

 

র‌্যাব-১৫ সহকারী পরিচালক (ল এন্ড মিডিয়া অফিসার) সহকারী পুলিশ সুপার আ.ম. ফারুক মঙ্গলবার (৩ জুন) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন।

 

তিনি জানান, গত ১ জুন দুপুরে টেকনাফ থানাধীন ৪ নম্বর সাবরাং ইউনিয়নের নয়াপাড়া এলাকা হতে মো. ইসলাম ও রহিমা খাতুনের ছেলে মো. জাহাঙ্গীর আলম (১৪) নিখোঁজ হয়। তার মা রহিমা খাতুন বাদী হয়ে টেকনাফ মডেল থানায় একটি নিখোঁজ ডায়েরি করে র‌্যাবকে অবহিত করেন।

 

উক্ত ঘটনার প্রেক্ষিতে ২ জুন রাতে গোপন তথ্যের ভিত্তিতে সিপিসি-১ (টেকনাফ ক্যাম্প) র‌্যাব-১৫ এর একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে টেকনাফ মডেল থানাধীন সদর ইউনিয়নের দক্ষিণ গোদারবিল অপহরণকারীর আস্তানা হতে অপহৃত ভিকটিম মো. জাহাঙ্গীর আলমকে (১৪) উদ্ধার এবং অপহরণকারী মো. ইউনুসকে (৩২) গ্রেপ্তার করা হয়। ধৃত মো. ইউনুস (৩২) টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের পানছড়িপাড়ার মৃত অলি আহমদের ছেলে।

 

প্রাথমিক তদন্ত ও গ্রেপ্তারকৃত আসামিকে জিজ্ঞাসাবাদে জানা যায় উক্ত আসামি ও তার সহযোগীরা ভিকটিমকে বিদেশে পাচারের উদ্দেশ্যে অপহরণ করেছিল। পরবর্তীতে উক্ত আসামিসহ সহযোগীদের বিরুদ্ধে টেকনাফ মডেল থানায় মামলা করা হয়। পরবর্তী আইনি কার্যক্রমের জন্য আসামি ও ভিকটিমকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

 

পূর্বকোণ/কাশেম/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট