দুর্যোগপূর্ণ আবহাওয়া ও ভারী বর্ষণে পাহাড় ধ্বসে প্রাণহানির আশঙ্কায় বান্দরবানের লামা উপজেলায় ৬০টি পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন। রবিবার (১ জুন) উপজেলার মিরিঞ্জা রেঞ্জ ও শুখিয়া দুখিয়া ভ্যালিতে অবস্থিত এসব পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা করা হয়।
রবিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত দুর্যোগ ব্যবস্থাপনার এক জরুরি বৈঠক শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা এই নির্দেশনা জারি করেছেন।
লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মইন উদ্দিন জানিয়েছেন, টানা ভারী বর্ষণের কারণে পাহাড় ধসের আশঙ্কা করা হচ্ছে। সেই সাথে পাহাড়ি এলাকার সড়কগুলো বিপদজনক ও ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। ভারী বর্ষণে পাহাড় ধসে প্রাণহানি ঠেকাতে ও পর্যটকদের জীবন রক্ষায় উপজেলার তিনটি স্থানের ৬০টি পর্যটনকেন্দ্র পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। পর্যটকরা যাতে এই বৈরী আবহাওয়া ঝুঁকিপূর্ণভাবে পর্যটন কেন্দ্রগুলোতে যেতে ও রাত্রি যাপন করতে না পারে সেদিকে নজর রাখা হচ্ছে। এদিকে টানা ভারী বর্ষণে আবারো বান্দরবানের সাঙ্গু মাতামুহুরী ও বকখালি নদীর পানি বৃদ্ধি পেয়েছে। বিপদ সীমার ৭ থেকে ১০ ফুট নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী এলাকায় বকখালী নদীর পানি প্রবেশ করায় নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।
উল্লেখ্য, শনিবার (৩১ মে) রাতে আলীকদম উপজেলায় ঘরের উপর গাছ চাপা পড়ে এক শিশু নিহত ও নাইক্ষ্যংছড়িতে প্রবল বৃষ্টির সময় বিদ্যুতের তারে জড়িয়ে এক কৃষক মারা গেছেন।
পূর্বকোণ/পিআর