চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১২ জুন, ২০২৫

সর্বশেষ:

পাঁচলাইশে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ৬

পাঁচলাইশে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ৬

নিজস্ব প্রতিবেদক

১ জুন, ২০২৫ | ৪:০৩ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরীর পাঁচলাইশে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় তৈরি অস্ত্রসহ ডাকাত দলের ৬ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৩১ মে) রাতে থানার এশিয়ান হাউজিং সোসাইটির এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তারকৃতরা হলো- মীর মো. হাসান (২৩), নুর মোহাম্মদ কালু প্রকাশ আব্দুল কালু (৩১), মো. সোহেল (২৬), মো. রাজিব হোসেন রাজু (৩০), মোহাম্মদ আলী (৩২) ও মো. রুবেল হোসেন প্রকাশ সামাদ প্রকাশ সামা (২০)।

 

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পাঁচলাইশ এলাকার এশিয়ান হাউজিং সোসাইটির ৫ নম্বর রোডস্থ সোসাইটির মাঠের পূর্ব পাশে পরিত্যক্ত ঘরের ভিতর ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় তৈরি অস্ত্রসহ ৬ জনকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে একটি কাঠের হাতলযুক্ত ছুরি, একটি লোহার কাটার, একটি বাইসাইকেলের চেন, একটি স্টিলের কাটার প্লাস, একটি কাঠের হাতলযুক্ত লোহার হাতুড়ি, একটি কাঠের হাতলযুক্ত ছুরি, একটি স্টিলের ছোট পেপার কাটার, একটি কাঠের হাতলযুক্ত ছুরি জব্দ করা হয়।

 

গ্রেপ্তারকৃতরা জিজ্ঞাসাবাদে জানায়, তারা চট্টগ্রাম শহরের বিভিন্ন এলাকায় রাতের আঁধারে সিএনজি অটোরিকশা, রিকশা ও পায়ে হেঁটে চলাফেরা করে। বিশেষ করে ভোর বেলায় সাধারণ যাত্রী ও পথচারীদের জিম্মি করে ডাকাতি করে আসছিল। আসামিরা বিভিন্ন গ্রুপে ভাগ হয়ে অন্ধাকারাচ্ছন্ন ও নিরিবিলি স্থানে তাদের ডাকাতি ও ছিনতাই কার্যক্রম পরিচালনা করে।

 

পুলিশ জানায়, আসামি মীর মো. হাসানের বিরুদ্ধে অত্র থানায় ৫টি, নুর মোহাম্মদ কালু প্রকাশ আব্দুল কালুর বিরুদ্ধে চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন থানায় প্রায় ১২টি, মো. সোহেলের বিরুদ্ধে ২টি, মো. রাজিব হোসেন রাজুর বিরুদ্ধে ১টি, ৫ নম্বর আসামি মোহাম্মদ আলীর বিরুদ্ধে ২টি ও ৬ নম্বর আসামি মো. রুবেল হোসেন প্রকাশ সামাদ প্রকাশ সামার বিরুদ্ধে অত্র থানায় একটি মামলা রয়েছে।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট