চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১৯ জুন, ২০২৫

সর্বশেষ:

পেকুয়ায় পলাতক আসামি গ্রেপ্তার

পেকুয়ায় পলাতক আসামি গ্রেপ্তার

চকরিয়া প্রতিনিধি

১ জুন, ২০২৫ | ২:৫৪ অপরাহ্ণ

কক্সবাজারের পেকুয়ায় মারামারির মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি জাকের হোসেনকে (৫০) গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার জাকের হোসেন উপজেলার মৃত নওশা মিয়ার ছেলে। 

শনিবার (৩১ মে) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার রাজাখালী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড নতুনঘোনা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।

পেকুয়া থানার উপ-পরিদর্শক (এসআই) রুহুল আমিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে নতুনঘোনায় অভিযান চালিয়ে জাকের হোসেন নামে এক আসামিকে গ্রেপ্তার করা হয়। তার ব্যক্তির বিরুদ্ধে আদালতের গ্রেপ্তারি পরোয়ানা ছিল। দীর্ঘদিন তিনি পলাতক ছিলেন। আজ রবিবার (১ জুন) দুপুরে তাকে চকরিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। পরে আদালতের নির্দেশে তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট