চট্টগ্রামের দক্ষিণ রাঙ্গুনিয়া থানাধীন লালারখিল এলাকা থেকে অপহৃত ৫ জনকে উদ্ধার করেছে পুলিশ। উদ্ধারকৃতরা হল- পাইসুইচিং মারমা, মংক্যউ মারমা, উসিংমং মারমা, থুইসামং মারমা ও চসিং মারমা।
শনিবার (৩১ মে) রাতে মহিষেরবাম এলাকায় গহীন পাহাড়ে অভিযান চালিয়ে গাছের সাথে বাঁধা অবস্থায় তাদের উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম শিফাতুল মাজদা। তিনি বলেন, গত ৩০ মে সন্ধ্যা সাড়ে ৬টায় আমতলী পাড়া এলাকা থেকে বৃষ্টির পানিতে ব্যাঙ শিকার করার জন্য বের হয় ওই পাঁচ যুবক। এরপর রাত সাড়ে ১১টায় লালারখীল এলাকায় ব্যাঙ ধরতে গেলে পাঁচ থেকে ছয় জন সন্ত্রাসী তাদের দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে গহীন পাহাড়ের ভিতরে নিয়ে যায় এবং গাছের সাথে বেঁধে রাখে। এরপর পরদিন সকাল ৯টায় অপহৃতদের পরিবারে কাছে মোবাইল ফোনে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে তারা। টাকা না পেলে তাদের মেরে ফেলার হুমকি দেয়। পরে পুলিশ থানায় জানালে গতকাল রাতে নারিশচা রাস্তা হয়ে বরখোলা মগপাড়া এলাকায় অভিযান চালানো হয়। এরপর মহিষেরবাম এলাকায় ত্রিপুরা সুন্দরী চিকনছড়া পাহাড়ে অভিযান চালিয়ে গাছে বাঁধা অবস্থায় অপহৃত ৫ জনকে উদ্ধার করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে আগেই পালিয়ে যায় সন্ত্রাসীর। অপহরণকারীদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।
পূর্বকোণ/পিআর/এএইচ