চট্টগ্রামের লোহাগাড়া আন্তঃজেলা ডাকাত সর্দার আবদুল্লাহ প্রকাশ আবদুন নুরকে (৪৭) অস্ত্রসহ গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (৩০ মে) রাত সোয়া ১১টার দিকে উপজেলা আমিরাবাদ ইউনিয়নের বার আউলিয়া গেট এলাকায় আরকান সড়কের পার্শ্বের একটি নির্মাণাধীন ফার্মে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
ডাকাত সর্দার আবদুল্লাহ বোয়ালখালী উপজেলার শাকপুরা ইউনিয়নের চরখিজিরপুর এলাকার বহর তালুকদার বাড়ির মৃত আবুল হাশেমের ছেলে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ডাকাতিসহ আরো বিভিন্ন মামলা রয়েছে।
থানা সূত্রে জানা গেছে, উল্লেখিত স্থানে উক্ত নির্মাণাধীন খামারের পার্শ্বের নির্জনস্থানে একদল ডাকাত অবস্থান করছিল। গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ অভিযান চালিয়ে ডাকাত দলের সর্দার আবদুল্লাকে ঘটনাস্থল থেকে অস্ত্রসহ আটক করে। সাথে থাকা অন্যরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। ওই সময় আটক আবদুল্লাহর দেহ তল্লাশি করে একটি এলজি, পাঁচ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। একই সময় ওই স্থানে ছড়িয়ে-ছিটিয়ে থাকা দুটি ধারালো লোহার কিরিচ, তিনটি ধারালো ছুরি, দুটি মুখোশ এবং একটি লোহার শাবল উদ্ধার করা হয়েছে।
এ বিষয়ে লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে উল্লেখিত স্থানে অভিযান চালিয়ে ডাকাত সর্দার আবদুল্লাহকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে অস্ত্র ও ডাকাতির দুটি মামলা রুজু করা হয়েছে। এ ছাড়া পলাতক ডাকাতদেরকেও শনাক্ত করে আইনের আওতায় আনার প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
পূর্বকোণ/মনির/জেইউ/পারভেজ