চট্টগ্রাম রবিবার, ১৫ জুন, ২০২৫

সর্বশেষ:

সাতকানিয়ায় যৌথবাহিনীর অভিযানে ইয়াবাসহ নারী আটক
আটক নুর নাহার বেগমসহ আইনশৃঙ্খলা বাহিনী

সাতকানিয়ায় যৌথবাহিনীর অভিযানে ইয়াবাসহ নারী আটক

সাতকানিয়া সংবাদদাতা

৩১ মে, ২০২৫ | ১০:০৬ অপরাহ্ণ

চট্টগ্রামের সাতকানিয়ায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৩ হাজার ৯০০ ইয়াবাসহ নুর নাহার বেগম (৪৫) নামে এক নারীকে আটক করেছে পুলিশ। পরে সেনাবাহিনীর একটি টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে এ অভিযানে পুলিশকে সহায়তা করেন।

 

শনিবার (৩১ মে) দুপুর ৩টার দিকে উপজেলার কেঁওচিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ব্যবসায়ী পাড়ার বাসিন্দা ফরিদ উদ্দিনের বাড়ির ১১০ নম্বর রুম থেকে ইয়াবাসহ ওই নারীকে আটক করা হয়।

 

আটক নুর নাহার বেগম কক্সবাজার জেলার টেকনাফ পৌরসভার চৌধুরী পাড়া এলাকার এজাহার হোসেনের মেয়ে । তিনি দীর্ঘদিন ধরে সাতকানিয়ায় বাসা ভাড়া নিয়ে বসবাস করে আসছিলেন।

 

জানা যায়, উপজেলার কেঁওচিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে একটি বাসায় ইয়াবা বিক্রয় হবে এমন সংবাদ পায় গোয়েন্দা বাহিনী। পরে তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বিষয়টি জানালে পুলিশ ও সেনাবাহিনী যৌথ অভিযান পরিচালনা করে মাদককারবারি নুর নাহার বেগমকে আটক করে ব্যাপক জিজ্ঞাসাবাদ করে তার কাছ থেকে ৩ হাজার ৯শ’ ইয়াবা, ১৫টি সিম কার্ড, সাতটি ভোটার আইডি কার্ড, একটি এন্ড্রয়েড ফোন, ১৫টি জন্মনিবন্ধন, দুটি টেকনাফ শাখা কৃষি ব্যাংকের চেক বই উদ্ধার করা হয়।

 

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহেদুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবাসহ টেকনাফের ওই নারীকে আটক করা হয়েছে। আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আসামিকে আদালতের নিকট সোপর্দ করা হবে।

 

পূর্বকোণ/মুন্না/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট