চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১৯ জুন, ২০২৫

সর্বশেষ:

সীতাকুণ্ডে ৬০ কেজি গাঁজা ও ৫০ বোতল ফেনসিডিল উদ্ধার
উদ্ধার মাদক

সীতাকুণ্ডে ৬০ কেজি গাঁজা ও ৫০ বোতল ফেনসিডিল উদ্ধার

সীতাকুণ্ড সংবাদদাতা

৩১ মে, ২০২৫ | ৯:৪২ অপরাহ্ণ

চট্টগ্রামের সীতাকুণ্ডের সলিমপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি মাইক্রোবাস থেকে পুলিশ অভিযান চালিয়ে ৬০ কেজি গাঁজা ও ৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে পুলিশ।

 

শনিবার (৩১ মে) সকালে এসব গাজা উদ্ধারের পর বিকালে এ বিষয়ে মামলা দায়ের করা হয়েছে।

 

ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর সোহেল রানা জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় চট্টগ্রাম থেকে একটি মাইক্রোবাসে করে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ঢাকার দিকে যাচ্ছে। এই সংবাদের ভিত্তিতে দ্রুত ঢাকা মহাসড়কের উপজেলার উত্তর সলিমপুর সিকদার বাড়ি নামকস্থানে তল্লাশি চালিয়ে মাইক্রোবাসসহ গাজা আটক করা হয়। পরে পুলিশের একটি টিম মাইক্রোবাসে তল্লাশি করে মাইক্রোবাসের পিছনে কালো পলিথিন মোড়ানো ব্যাগে ৬০ কেজি গাঁজা ও ৫০ বোতল ফেনসিডিল পাওয়া যায়। এ ঘটনায় মাদক দ্রব্য পাচার আইনে মামলা দায়ের হয়েছে বলে জানান তিনি।

 

পূর্বকোণ/সৌমিত্র/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট