কক্সবাজারের পেকুয়ায় জুলাই গণঅভ্যুত্থানে আহত পাঁচজনের মাঝে অনুদানের চেক বিতরণ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।
আজ শনিবার (৩১ মে) বিকাল ৩টার দিকে পেকুয়া উপজেলা পরিষদ হলরুমে এ চেক বিতরণ অনুষ্ঠিত হয়। এ সময় জুলাই গণঅভ্যুত্থানে আহত প্রতিজনের মাঝে এক লাখ টাকার চেক তুলে দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মফিদুর রহমান, কক্সবাজার জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন, পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মঈনুল হোসেন চৌধুরী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুর পেয়ারা বেগমসহ প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তারা।
চেক বিতরণ শেষে জুলাই গণঅভ্যুত্থানে চট্টগ্রামের প্রথম শহীদ ওয়াসিম আকরামের নিজ গ্রামের বাড়ি পেকুয়া সদরের মেহেরনামায় পরিবারের সদস্যদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।
এদিকে পেকুয়া মগনামার ঝুকিপূর্ণ স্লুইসগেট এবং মগনামা জেটিঘাট পরিদর্শন করেন কক্সবাজার জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন। এ সময় তিনি ঝুকিপূর্ণ স্লুইসগেট এবং মগনামা জেটিঘাট দ্রুত সংস্কারের আশ্বাস দেন।
পূর্বকোণ/এমরান/জেইউ/পারভেজ