চট্টগ্রাম সোমবার, ২৩ জুন, ২০২৫

সর্বশেষ:

পটিয়ায় পুকুর পাড়ে মিলল ব্যবসায়ীর লাশ
উজ্জ্বল দে (৫৫)

পুলিশের ধারণা- পরকীয়ার জেরে হত্যা

পটিয়ায় পুকুর পাড়ে মিলল ব্যবসায়ীর লাশ

পটিয়া সংবাদদাতা

৩১ মে, ২০২৫ | ৭:১৫ অপরাহ্ণ

চট্টগ্রামের পটিয়ায় বাড়ির অ-দূরে একটি পুকুর পাড় থেকে উজ্জ্বল দে (৫৫) নামের এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

 

শনিবার (৩১ মে) দুপুরে উপজেলার দক্ষিণ ভূর্ষি ইউনিয়নের কৃষ্ণ মহাজনের বাড়ির পিছনের একটি পুকুর পাড়ের বাথরুমের পাশ থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে।

 

নিহত উজ্জ্বল ওই এলাকার মৃত গোপাল দে’র ছেলে। চট্টগ্রাম নগরে তার টেইলার্সের ব্যবসা রয়েছে বলে জানা গেছে।

 

পটিয়া থানার উপ পুলিশ পরিদর্শক মোহাম্মদ কামরুজ্জামান জানান, সকাল সাড়ে ১১টার দিকে খবর পেয়ে পটিয়া থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে ওই ব্যবসায়ীর লাশ উদ্ধার করে। নিহতের মাথার পিছনে আঘাতের চিহ্ন  ও রক্তাক্ত জখম রয়েছে। ধারণা করা হচ্ছে পার্শ্ববর্তী এক নারীর সাথে তার পরকীয়া সম্পর্ক ছিল। পরকীয়া সম্পর্কের জেরে সম্ভবত তাকে হত্যা করা হতে পারে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ওই নারী ও তার স্বামীকে আটক করা হয়েছে। নিহত উজ্জ্বল দে ও পরকীয়ার অভিযোগে অভিযুক্ত ওই নারী সম্পর্কে দূর সম্পর্কের দেবর-ভাবী। তাদের মধ্যে কিছু ধারের টাকা নিয়েও লেনদেন বকেয়া রয়েছে বলে জানা গেছে।

 

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মোহাম্মদ নাজমুন নুর বলেন, ঘটনার তদন্ত চলছে, ওই ব্যবসায়ীর মৃত্যুর রহস্য উদঘাটন করতে পুলিশ কাজ করছে।

 

পূর্বকোণ/রবিউল/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট