চট্টগ্রামের সীতাকুণ্ডে যুবদল নেতা-কর্মীদের ওপর হামলা এবং ককটেল বিস্ফোরণের ঘটনায় দায়ের হওয়া মামলার আসামি মো. শাহাব উদ্দিন মেম্বারকে গ্রেপ্তার করেছে র্যাব-৭। শাহাব উদ্দীন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
শুক্রবার (৩০ মে) ভোর রাতে হাটহাজারী উপজেলার নন্দীর হাট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব জানায়, শাহাব উদ্দিনের বিরুদ্ধে ২০২৪ সালের ২৫ এপ্রিল সীতাকুণ্ডে যুবদলের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে হামলার অভিযোগ রয়েছে। অভিযোগ অনুযায়ী, তার নেতৃত্বে শতাধিক ব্যক্তি দেশীয় অস্ত্র ও ককটেল নিয়ে ওই অনুষ্ঠানে হামলা চালায়। এতে গুরুতর আহত হন যুবদল নেতা সাজ্জাদ হোসেন মামুন। পরবর্তীতে একই বছরের ৭ নভেম্বর মামুন বাদী হয়ে সীতাকুণ্ড থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় ৮৭ জনের নাম উল্লেখ করা হয় এবং আরও শতাধিক অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়।
র্যাবের দাবি, ঘটনার পর থেকেই পলাতক ছিলেন শাহাব উদ্দিন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অবশেষে তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা হিসেবে তাকে সীতাকুণ্ড থানায় হস্তান্তর করা হয়েছে।
পূর্বকোণ/পিআর