চট্টগ্রাম রবিবার, ১৫ জুন, ২০২৫

সর্বশেষ:

বাঁশখালীতে ৩ দিন ধরে বিদ্যুৎ বিচ্ছিন্ন, খাবার পানির সংকট

বাঁশখালী সংবাদদাতা

৩১ মে, ২০২৫ | ৩:৪০ অপরাহ্ণ

গভীর নিম্নচাপ ও সঞ্চালনশীল মেঘমালার প্রভাবে টানা ভারী বর্ষণ ও ঝড়ো হাওয়ায় চট্টগ্রামের বাঁশখালী উপজেলার ছনুয়া ইউনিয়নে তিন দিন ধরে বিদ্যুৎ বিচ্ছিন্ন। বিদ্যুৎ না থাকায় বিশুদ্ধ পানির সংকট সৃষ্টি হয়েছে।

 

জানা যায়, ছনুয়া এলাকায় গত বৃহস্পতিবার থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে। বিদ্যুৎ না থাকার ফলে মোবাইলে চার্জ দেয়া সম্ভব হচ্ছে না। এলাকায় চাপা কল না থাকায় ইউনিয়নের ৯টি ওয়ার্ডে ডিপ টিউবওয়েল থেকে পানি উত্তোলন করা যাচ্ছে না। শত শত পরিবার দূর-দূরান্ত থেকে জেনারেটরচালিত টিউবওয়েল থেকে টাকা দিয়ে খাবার পানি সংগ্রহের চেষ্টা করছে। অসহায় পরিবারগুলো আশপাশের জলাশয় থেকে পানি সংগ্রহ করে রান্নার কাজ সম্পন্ন করেছেন। আবার কেউ মিনারেল ওয়াটার কিনে রান্না খাবার পানি সেবন করেছেন।

 

ছনুয়া বাজারের ব্যবসায়ী মো. হোছাইন বলেন, বিদ্যুৎ না থাকার ফলে পুরো এলাকার মানুষ দুর্ভোগে পড়েছে। প্রতিটি পাড়ায় গ্রামে ৯’শ থেকে ১২’শ ফুট গভীর নলকূপ থেকে পানি উত্তোলন করা হয়। বিদ্যুৎ না থাকায় এলাকার সমস্ত টিউবওয়েল হতে পানি উত্তোলন বন্ধ রয়েছে। পানি না উঠার কারণে এলাকায় চাপাকল নেই দীর্ঘ দিন থেকে।

 

রওশনা আক্তার নামের এক গৃহবধূ জানান, গত দুই দিন ধরে ঘরের চাল থেকে পড়া বৃষ্টির পানি সংগ্রহ করে রান্নার কাজ সেরেছি এবং পরিবারের সদস্যরা পান করেছে।

 

প্যানেল চেয়ারম্যান নুরুল আবছার বলেন, বিদ্যুৎ না থাকার ফলে এলাকার মানুষ ভোগান্তিতে রয়েছে। রান্না থেকে শুরু করে খাবার পানি সংগ্রহ করতে হচ্ছে জেনারেটরচালিত ডিজেল মেশিন দিয়ে পানি উত্তোলন করে বিভিন্ন এলাকার গৃহবধুরা পানি সংগ্রহ করছেন।

 

পল্লীবিদ্যুৎ-১ বাঁশখালীর ডিজিএম আতিকুর রহমান বলেন, গত বৃহস্পতিবার থেকে আজকে শনিবার পর্যন্ত বিভিন্ন কারণে ছনুয়ার বিদ্যুৎ সংযোগ বন্ধ ছিল। আজ বিকাল ৩ টা থেকে কিছু কিছু এলাকায় সংযোগ চালু করা হয়েছে। বাকি এলাকাগুলোতে চালুর চেষ্টা চলছে। 

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট