চট্টগ্রাম সোমবার, ২৩ জুন, ২০২৫

সর্বশেষ:

দীঘিনালায় মাইনী নদীতে ভেসে যাওয়া ব্যক্তির লাশ উদ্ধার

দীঘিনালায় মাইনী নদীতে ভেসে যাওয়া ব্যক্তির লাশ উদ্ধার

দীঘিনালা সংবাদদাতা

৩১ মে, ২০২৫ | ১২:৪৯ অপরাহ্ণ

খাগড়াছড়ির দীঘিনালায় খরস্রোতা মাইনী নদীতে লাকড়ি ধরতে গিয়ে ভেসে যাওয়া তড়িৎ চাকমার (৫৫) লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

 

শনিবার (৩১ মে) সকাল ৭ টায় কাটারুং ছড়া নামক এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

 

তড়িৎ চাকমা উপজেলার বাবুছড়া ইউনিয়ন কেতুচন্দ্র কারবারি পাড়ার মৃত নন্দলাল চাকমার ছেলে বলে জানা যায়।

বাবুছড়া ইউপি চেয়ারম্যান গগন বিকাশ চাকমা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, গতকাল শুক্রবার সকালে প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢলের স্রোতে ভেসে আসা লাকড়ি ধরতে গিয়ে পানির স্রোতে ভেসে গিয়েছিলেন তরিৎ চাকমা। আজ সকাল ৭ টায় কাটারুং ছড়া নামক এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। উদ্ধারের পর লাশটি দীঘিনালা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান ফায়ার সার্ভিসের কর্মকর্তারা।

 

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট