চট্টগ্রাম শনিবার, ১৪ জুন, ২০২৫

সর্বশেষ:

আনোয়ারায় অটোরিকশা-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ২
ছবি: পূর্বকোণ

আনোয়ারায় অটোরিকশা-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ২

নিজস্ব সংবাদদাতা,আনোয়ারা

৩১ মে, ২০২৫ | ১১:০০ পূর্বাহ্ণ

চট্টগ্রামের আনোয়ারায় সিএনজি অটোরিকশা ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে দুই যাত্রী নিহত হয়েছেন। এঘটনায় গুরুতর আহত আরও দুই জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

 

শনিবার (৩১ মে) সকাল সাড়ে ৮টায় উপজেলার আনোয়ারা-বাঁশখালী পিএবি সড়কের মাজার গেট এলাকায় এই দূর্ঘটনা ঘটে।

 

তবে তৎক্ষনাৎ নিহতদের পরিচয় জানা সম্ভব হয়নি। আহতরা হলেন-বাঁশখালী উপজেলার আলমগীর (২৮), বৃষ্ণ দাশ (২৯)। 

 

প্রত্যক্ষদর্শী মো. ওয়াজেদ জানান, বাঁশখালী চাম্বল থেকে যাত্রী নিয়ে আসার সময় মাজার গেট এলাকায় শহর থেকে আসা একটি মাইক্রোবাসের সাথে সিএনজি অটোরকিশার মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই সিএনজির দুই যাত্রী মারা যায় এবং সিএনজির আরও দুই যাত্রীকে চমেক হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

 

আনোয়ারা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহাতাব উদ্দিন চৌধুরী জানান, গুরুতর আহত দুইজনকে হাসপাতালে আনা হলে প্রাথমিক চিকিৎসা শেষে তাদের চমেক হাসপাতালে রেফার করা হয়েছে।

 

এ বিষয়ে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলের উদ্দেশ্য রওনা হয়েছি। বিস্তারিত পরিদর্শন শেষে জানা যাবে।

 

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট