চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১৯ জুন, ২০২৫

সর্বশেষ:

সীতাকুণ্ডে ৭ জনকে অভিযুক্ত করে মামলা করলেন কলিমের মা
সেচ্ছাসেবক দল নেতা মো. কলিম উদ্দিন

সেচ্ছাসেবক দল নেতা নিহতের জের

সীতাকুণ্ডে ৭ জনকে অভিযুক্ত করে মামলা করলেন কলিমের মা

সীতাকুণ্ড সংবাদদাতা

৩০ মে, ২০২৫ | ১১:২৯ অপরাহ্ণ

চট্টগ্রামের সীতাকুণ্ডের ছোট দারোগারহাটে সন্ত্রাসীদের হামলায় সেচ্ছাসেবক দল নেতা মো. কলিম উদ্দিন (৩৩) হত্যার ঘটনায় সুনির্দিষ্ট সাতজনকে আসামি করে মামলা দায়ের করেছেন তার মা জাহানারা বেগম প্রকাশ বেবি।

 

শুক্রবার (৩০ মে) দুপুরে তিনি মামলাটি দায়ের করেন। পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।

 

মামলার আসামিরা হল- বারৈয়াঢালা ইউনিয়নের উত্তর কলাবাড়িয়া গ্রামের মৃত নুর ইসলাম প্রকাশ বেচুর ছেলে মো. সাখাওয়াত হোসেন সাখা (৪২) ও তার ভাই মো. সুমন (৩৬), একই ইউনিয়নের মধ্যম কলাবাড়িয়া গ্রামের নুর ইসলামের ছেলে নুর ছাফা (৪০), মিরসরাই ভাঙাপুল ডাকঘর এলাকার বাসিন্দা (বর্তমানে বারৈয়াঢালা ইউনিয়নের উত্তর কলাবাড়িয়ার) মো. রাকিব (২৬), উত্তর কলাবাড়িয়ার বাহার উদ্দিনের ছেলে মো. হৃদয় (২৮), বারৈয়াঢালার পশ্চিম ধর্মপুর গ্রামের শাহাজাহানের ছেলে মো. রিয়াজ (২৭) এবং একই ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড আদর্শ গ্রামের ফজু আহম্মদের ছেলে মো. ইমন (৩০)। এছাড়া অজ্ঞাত আরো ১০-১২ জনকে আসামি করা হয়েছে।

 

মামলায় তিনি দাবি করেছেন তার ছেলে কলিম উদ্দিন একজন সিএনজি অটোচালক ও বালু ব্যবসায়ী। কলিম সবসময় অনৈতিক কর্মকাণ্ডের প্রতিবাদ করত। এ কারণে উপরোক্ত আসামিরা পূর্ব পরিকল্পিতভাবে ধারালো অস্ত্র দিয়ে নির্মমভাবে তাকে হত্যা করে।

 

পূর্বকোণ/সৌমিত্র/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট