দুই বন্ধুকে নিয়ে মোটরসাইকেলে করে পতেঙ্গা সৈকতে বেড়াতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন রাউজানের শাহরিয়ার হাসান চৌধুরী আলভী (১৯) নামের এক এইচএসসি পরীক্ষার্থী। চট্টগ্রাম নগরীর পতেঙ্গা সৈকত এলাকায় কন্ট্রেইনার বহনকারী লরির চাপায় অকালেই মারা গেছেন তিনি।
শুক্রবার (৩০ মে) সকাল পৌনে ৯টায় নগরীর একটি বেসরকাারি হাসপাতালে মারা যান আলভী।
এই দুর্ঘটনায় আহত হয়েছে তার কলেজ পড়ুয়া দুই বন্ধু। আহতরা হল- রাউজান গহিরা দক্ষিণ সর্ত্তা এলাকার বাসিন্দা, রাউজান সরকারি কলেজের এইচএসসি পরীক্ষার্থী জোনায়েদ হোসেন হৃদয় (১৯) ও রাউজান পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের মোবারকখীল এলাকার বাসিন্দা এবং নগরীর একটি কলেজের শিক্ষার্থী, এবারের এইচএসসি পরীক্ষার্থী ফাহিম খান আরিফ (১৯)।
নিহত আলভী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডর গহিরা মাইজপাড়া আলী চৌধুরী বাড়ির নুরুল আবছার চৌধুরীর ছেলে। তিনি রাউজান সরকারি কলেজের শিক্ষার্থী ও এবারের এইচএসসি পরীক্ষার্থী।
প্রতিবেশী কাজী জুলফিকার বলেন, আলভী বৃহস্পতিবার সন্ধ্যায় ৭টায় রাউজানের গহিরা থেকে তার দুই বন্ধু আরিফ ও হৃদয়কে পেছনে বসিয়ে মোটরসাইকেল চালিয়ে বেড়াতে যান নগরীর পতেঙ্গা সৈকতে। ঘোরাফেরা করে সেখান থেকে তারা রাত সাড়ে ১০টার দিকে বাড়ির উদ্দেশ্যে রওনা হন। পথিমধ্যে পতেঙ্গা এলাকায় তাদের মোটরসাইকেলকে একটি কন্টেইনার বহনকারী লরি তাদের চাপা দেয়। এতে গুরুতর আহত হন আলভী। আহত হন অপর দুই বন্ধু আরিফ ও হৃদয়। আলভীর অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে নগরীর বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকাল পৌনে ৯টার দিকে মারা যান আলভী। অবস্থা গুরুতর না হওয়ায় অপর দুই আহত আরিফ ও হৃদয় চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেন।
রাউজান থানা পুলিশ এই দুর্ঘটনার কথা শুনেছেন বলে নিশ্চিত করেন।
পূর্বকোণ/জাহেদ/জেইউ/পারভেজ