চট্টগ্রামের সাতকানিয়ায় সেনাবাহিনী ও পুলিশ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যৌথ অভিযান চালিয়ে আরাফাত হোসেন (২৫) নামে এক যুবককে উদ্ধার করেছেন। এ সময় অপহরণের দায়ে অভিযুক্ত আমিনুল ইসলাম খোকন (৫০) নামে একব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। পাশাপাশি আমিনুলের বাড়িতে তল্লাশি চালিয়ে একটি একনলা বন্দুক, দুইটি দা, একটি ওয়্যার কাটার, দুইটি কিরিচ, একটি চাকু ও দুইটি কাস্তে উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (২৯ মে) রাতে উপজেলার সদর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের নয়াপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আমিনুল উপজেলার সদর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের নয়াপাড়া এলাকার মৃত হাজী মোয়াজ্জেম হোসেনের ছেলে । উদ্ধার আরাফাত কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী গ্রামের বাসিন্দা।
সেনাবাহিনী জানায়, আরাফাত হোসেনকে অপহরণ করে আমিনুল ইসলামের বাড়িতে নিয়ে আসে। পরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আমিনুলের বাড়িতে অভিযান চালিয়ে প্রথমে তাকে আটক করে। আমিনুলকে জিজ্ঞাসাবাদে সে আরাফাতের সন্ধান দেয়। আমিনুলের ঘর থেকে বন্দুকসহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। পরে অপহরণকারী, অপহরণের শিকার যুবক ও অস্ত্রগুলো সাতকানিয়া থানায় হস্তান্তর করা হয়।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহেদুল ইসলাম বলেন, সেনাবাহিনী একজন অপহরনকারী, উদ্ধার অপহৃত ব্যক্তি ও বন্দুকসহ দেশীয় অস্ত্র থানায় হস্তান্তর করেছে। আসামি বর্তমানে থানা হেফাজতে রয়েছে। মামলা রুজু শেষে তাকে আদালতের নিকট সোপর্দ করা হবে।
পূর্বকোণ/মুন্না/জেইউ/পারভেজ